View Single Post
  #43  
Old November 28, 2011, 09:46 AM
nakedzero's Avatar
nakedzero nakedzero is offline
Cricket Legend
 
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
Default নর্থসাউথে ‘দোয়েল’ ল্যাপটপ

নর্থসাউথ ইউনিভার্সিটিতে ঢুকতেই প্রশ্ন ছিল, কোন গেইম খেলবেন? টোকেন নিয়ে যান। বোঝাই যায় নর্থসাউথ ইউনিভার্সিটির কমপিউটার ক্লাবের আয়োজনে আইটি এক্সপো২০১১ পর্বে চলছে জমজমাট গেম প্রতিযোগিতা।

এ ভার্সিটির কমপিউটার ক্লাবের ইনচার্জ মাশরুর রাজিব বাংলানিউজকে জানালেন, এবারের সাইবার অ্যাথলেটিক গেম প্রতিযোগিতায় সারাদেশ থেকে প্রায় আড়াই হাজার গেমার অংশ নিয়েছে। সাইবার অ্যাথলেটিক ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতা হয়ে উঠবে বলেও জানায় রাজিব।

২৭ নভেম্বর থেকে শুরু হওয়া এনএসইউ আইটি এক্সপো২০১১ শেষ হবে ২৯ নভেম্বর। এ প্রদর্শনীতে আছে ১১টি করপোরেট স্টল। এর মধ্যে এইচপি, ইন্টেল এবং ক্যাস্পারস্কি অন্যতম।

তবে শিক্ষার্থীদের প্রধান আকর্ষণ দেশের তৈরি ল্যাপটপ ‘দোয়েল’ নিয়ে। দেশীয় ব্র্যান্ডের ল্যাপটপ দোয়েল বাজারে এখনও বাণিজ্যিকভাবে ছাড়া না হলেও এ প্রদর্শনীতে বিক্রি এবং প্রদর্শনী খানিকটা কৌতূহলের জন্ম দেয়।

এমন কৌতূহলী প্রশ্নে আয়োজকরা বাংলানিউজকে জানায়, বাংলাদেশ এমন পণ্য তৈরি করতে পারে, এ বিষয়টি শিক্ষার্থীদের জানাতেই টেশিসকে আমন্ত্রণ জানানো হয়। অন্যদিকে দোয়েল স্টলে গিয়ে জানা যায় এর ৪টি মডেল প্রদর্শন করা হলেও বিক্রি হচ্ছে দুটি মডেল। আর দুটি মডেলই উৎপাদন মূল্যেই বিক্রি করা হচ্ছে।

আইটি প্রদর্শনীর সঙ্গে চলছে সেমিনার এবং প্রশিক্ষণ। ২৮ নভেম্বর সোমবার টাইগার আইটির সহসভাপতি সারওয়ার জাহান ‘প্র্যাকটিক্যাল ইম্পলিমেন্টেশন অব এন্টারপ্রাইজ অ্যাপলিকেশন ইউজিং ইজেবি৩ ইন ওয়েবলজিক’ বিষয়ে সেমিনারের আয়োজন করে।

প্রতিটি সেমিনার সেশনে শিক্ষার্থীরা উপস্থিত থেকে নানা বিষয়ে জ্ঞানার্জন করছে বলে আয়োজকরা জানান। ২৭ নভেম্বর সকালে এনএসইউ আইটি এক্সপো২০১১ উদ্বোধন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপউপাচার্য অধ্যাপক এসএএম খাইরুল বাশার। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত চলছে এ প্রদর্শনী।



SOURCE
Reply With Quote