View Single Post
  #93  
Old October 12, 2012, 06:50 PM
roman's Avatar
roman roman is offline
Cricket Guru
BPL 2015 Fantasy Winner
 
Join Date: July 18, 2004
Location: New York
Favorite Player: Shakib, Tamim, Mash
Posts: 14,088

'ফাঁদে ফেলে ফাঁসানো হয়েছে আমাকে'





আইসিসির প্যানেলভুক্ত বাংলাদেশি আম্পায়ার নাদির শাহ ম্যাচ
ফিক্সিং বিতর্কের কেন্দ্রে। ভারতীয় টিভি চ্যানেল ইন্ডিয়া টিভির স্টিং অপারেশনের জেরে ফিক্সিং বিতর্কে জড়িয়ে আপাতত ক্রিকেট দুনিয়া থেকে বহিষ্কৃত। এ অভিযোগ ওঠার ক'দিন আগে থেকে ভারতে তিনি। এখনও আছেন সেখানে। কলকাতায় একটি দৈনিককে সাক্ষাৎকারও দিয়েছেন তিনি। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো...
প্রশ্ন : এত রাতে বিদেশের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। আপনার নিরাপত্তা তো যে কোনো মুহূর্তে বিঘি্নত হতে পারে?
নাদির শাহ : শুনুন, আমি ভীরু নই। এ পৃথিবীতে কাউকে ভয় পাই না।
প্রশ্ন : ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগের পর আপনি তো গোটা ক্রিকেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রে।
নাদির : বুঝলাম। কিন্তু অভিযোগটা কি প্রমাণ হয়েছে? প্রমাণ না হওয়া পর্যন্ত আমি দোষী নই। আইন তো সেটাই বলছে।
প্রশ্ন : টিভি ফুটেজে দেখা যাচ্ছে, আপনি বুকি সাজা সাংবাদিকের সামনে বসে বলছেন, অর্থের বিনিময়ে যে কোনো ম্যাচ গড়াপেটা করতে প্রস্তুত। এও বলেছেন, বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) অনেক ম্যাচ ফিক্সিং হয়েছে। যেখানে পাকিস্তানের নাসির জামশেদের মতো ক্রিকেটার জড়িত।
নাদির : পুরোটাই আমাকে ফাঁসানো হয়েছে।
প্রশ্ন :একটু খুলে বলুন।
নাদির : জুলাইয়ের মাঝামাঝি একদিন আমার এজেন্টকে আমের নামে এক ব্যক্তি ফোন করে বলে, শ্রীলংকা প্রিমিয়ার লীগে আম্পায়ারিং করতে দিলি্লতে ইন্টারভিউ দিতে যেতে হবে। সেখানে যাওয়ার পর ওরাই আমাকে ফিক্সিং করার প্রস্তাব দেয়। তখন ব্যাপারটা না বুঝে কথা বলে গেছি। ওদের মতলবটা বুঝতে পারিনি। আর জামশেদের কথাটা বলেছিলাম বিভিন্ন পত্রিকায় ওরকম অভিযোগ বের হয়েছিল বলে। সেদিন বিকেলেই ঢাকা ফিরেছি। পরদিন বুঝতে পারি, ওরা আমাকে ফাঁসিয়েছে।
প্রশ্ন : আপনি ৪০টা একদিনের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। এত অভিজ্ঞ। তারপরও ফাঁদে পা দিলেন কীভাবে?
নাদির : পরিস্থিতির শিকার হয়ে পড়েছিলাম।
প্রশ্ন : যখন স্টিং অপারেশনের ফুটেজ সম্প্রচার হচ্ছে, তখন কোথায় ছিলেন?
নাদির : সাউথ সিটিতে বসে বরফি (হিন্দি সিনেমা) দেখছিলাম। হঠাৎ ঢাকার এক বন্ধুর ফোনে খবরটা জানতে পারি।
প্রশ্ন : কেঁপে গিয়েছিলেন?
নাদির : কেন? আমি তো নির্দোষ। এই তো বাইকে করে কথা বলতে এসেছি। গাড়িও নেই। ক্রিকেট জুয়ায় জড়িত থাকলে গাড়িটা অন্তত আমার থাকত।
প্রশ্ন : এই ঘটনার পর আম্পায়ারদের গায়ে কি দাগ পড়ে গেল?
নাদির : আপনাদের আজাহার, জাদেজার নামেও অভিযোগ রয়েছে। তাতে কি ভারতের ক্রিকেট কলুষিত হয়েছে?
প্রশ্ন : আপনি ব্যবস্থা নেবেন?
নাদির : দেশে ফিরে আইনজীবীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।
প্রশ্ন : আপনার এজেন্টের নামটা কী?
প্রশ্নের উত্তর না দিয়েই বাইকে উঠে রাতের অন্ধকারে মিলিয়ে গেলেন নাদির শাহ।


Source
__________________
The mind is like a parachute, it only works when open.....Thomas Dewey
Reply With Quote