View Single Post
  #54  
Old October 29, 2011, 05:58 AM
BANFAN's Avatar
BANFAN BANFAN is offline
Cricket Sage
 
Join Date: March 26, 2007
Favorite Player: Bangladesh Team
Posts: 18,761

Quote:
Originally Posted by roman
http://www.prothom-alo.com/detail/da...27/news/196937




‘এ’ দলের কোচ স্টুয়ার্ট বার্নস

ক্রীড়া প্রতিবেদক | তারিখ: ২৭-১০-২০১১

স্টুয়ার্ট বার্নস



বাংলাদেশ ‘এ’ দলের কোচ হয়েছেন স্টুয়ার্ট বার্নস। ইংল্যান্ড লায়ন্সের সাবেক এই কোচের ঢাকায় চলে আসার কথা আজই। ‘এ’ দলের সঙ্গে আপাতত তিন মাস কাজ করবেন ব্রিটিশ কোচ বার্নস। তবে কাজে সন্তুষ্ট হলে বিসিবি চুক্তিটা বাড়াতেও পারে।
৩০ অক্টোবর বার্নসের তত্ত্বাবধানেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। এরপর ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে হোম সিরিজেও দলের কোচ থাকবেন তিনি। ওদিকে বার্নস কোচের দায়িত্ব নিলেও ‘এ’ দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন সারোয়ার ইমরান। সহকারী কোচ হিসেবে এখন তাঁর জায়গায় ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন সাবেক পেসার ও বিসিবির কোচ সাইফুল ইসলাম।
ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ালেও সূত্র জানিয়েছে, অভিমান থেকেই সিদ্ধান্তটা নিয়েছেন সারোয়ার ইমরান। জেমি সিডন্স চলে যাওয়ার পর কিছুদিন আগেও আপৎকালীন কোচের দায়িত্ব পালন করেছেন জাতীয় দলে। দেওয়া হয়েছিল ‘এ’ দলের দায়িত্বও। এখন সফরের ঠিক আগে হুট করে সহকারী কোচ হিসেবে অবনমন মেনে নিতে পারেননি তিনি। যোগাযোগ করা হলে বিষয়টি এড়িয়েই গেছেন সারোয়ার ইমরান, ‘ব্যক্তিগত সমস্যায় ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছি না।’


Looks like Sarwar is expecting too much too early. He should be happy being assistant coach to foreign coaches. He might be thinking that he knows it all ... Wasn't he supposed to be coaching in Malaysia? He is hard working and sincere... He has tried to always help the players.... But I don't think he should be a head coach at any of the levels... National, A Team or Academy Team.... May just be age groups.....
__________________
[Post CWC19 Consistency Record: [B]Test: W-0 L-0 D-0/B]// ODI: W-0 L-3 // T20: W-0 L-0]
Reply With Quote