View Single Post
  #2989  
Old October 8, 2012, 05:25 PM
BANFAN's Avatar
BANFAN BANFAN is offline
Cricket Sage
 
Join Date: March 26, 2007
Favorite Player: Bangladesh Team
Posts: 18,761
Default Hallmark Guru Arrested-Taken on Remand

গত শনিবার রাতে সাভারে হলমার্ক গ্রুপের স্থাপনায় এক দফা ব্যর্থ অভিযানের পর রোববার রাত সাড়ে নয়টার দিকে মিরপুর এলাকার একটি বাসা থেকে তানভীর ও তাঁর ভায়রা তুষারকে গ্রেপ্তার করে র‌্যাব। তানভীরের কাছে চারটি গুলি, একটি ম্যাগাজিনসহ একটি অবৈধ পিস্তল পাওয়া যায়। গ্রেপ্তারের পর তাঁদের মিরপুরের পাইকপাড়ায় র‌্যাব-৪-এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে দুদক প্রতিনিধির হাতে তুলে দেওয়া হয়। পাইকপাড়ায় র‌্যাবের কার্যালয় থেকে তাঁকে নিয়ে আসা হয় রমনা থানায়। এই থানাতেই দুদক তানভীরসহ ২৭ জনের বিরুদ্ধে এক হাজার ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১১টি মামলা করেছে।
এ ছাড়া রোববার রাতে র‌্যাব পল্লবী থানায় তানভীরের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে একটি মামলা করেছে। এরপর গতকাল সাভার থানায় র‌্যাব ও পুলিশের ওপর হামলার অভিযোগে তানভীর ও তুষারের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়।



MORE
Reply With Quote