View Single Post
  #6  
Old November 23, 2011, 09:24 AM
WarWolf WarWolf is offline
Cricket Guru
 
Join Date: March 3, 2007
Favorite Player: Love them all....
Posts: 14,685


টিপাইমুখ বাঁধের প্রতিবাদে আসাম, মণিপুর, মিজোরামে আন্দোলন


ভারতের মণিপুর রাজ্যের চুরাচানপুর জেলার টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে এবার আন্দোলনে নেমেছে মণিপুর, আসাম ও মিজোরামের একাধিক রাজনৈতিক, সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন। শিগগিরই এই সংগঠনগুলো টিপাইমুখ বাঁধ নির্মাণের উদ্যোগের বিরুদ্ধে মণিপুর ও আসামজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা করবে বলেও জানা গেছে।
টিপাইমুখ বাঁধটি বরাক নদীর ওপর তৈরি করা হলে মণিপুর, মিজোরাম ও আসাম রাজ্যের পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, নদীর ওপর জীবন ও জীবিকা নির্ভরশীল মানুষের জীবনযাত্রা অচল হবে, নদীর নাব্যতা কমে যাবে, সেচকাজ ব্যাহত হবে, নৌপথ বন্ধ হয়ে যাবে দাবি তুলে তিন রাজ্যজুড়ে আন্দোলনে নেমেছে এই সংগঠনগুলো।
৩০টি স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে আসামে গঠিত কমিটি অন পিপলস অ্যান্ড এনভায়রনমেন্ট বা কোপের সাধারণ সচিব পিযুশকান্তি দাস আজ বুধবার প্রথম আলোকে জানান, ‘ইতিমধ্যে ৩০টি স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে গড়ে তোলা কোপের উদ্যোগে ২৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত মণিপুরে টিপাইমুখ বাঁধ প্রকল্পের বিরুদ্ধে জনমত গড়ার প্রচার করি এবং মণিপুরের রাজধানী ইম্ফলে সমাবেশ করেছি। আমরা আমাদের দাবি-সংবলিত একটি স্মারকলিপি আজই ভারতের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী, শক্তিমন্ত্রী এবং মণিপুর ও আসামের মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো। আমরা দাবি জানিয়েছি, অবিলম্বে টিপাইমুখ বাঁধ নির্মাণের উদ্যোগ বন্ধ করতে হবে।’ তিনি বলেন, এই বাঁধ শুধু আসাম, মণিপুর বা মিজোরামের ক্ষতি করবে না, এই বাঁধের নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশেও।
পিযুশকান্তি আরও বলেন, আগামী বছর মণিপুর বিধানসভার নির্বাচন। এই নির্বাচনে জয়ের জন্য কিছু মানুষকে হাতে রাখার উদ্দেশ্যে এই উদ্যোগ নিয়েছে মণিপুর সরকার। কিন্তু মণিপুরের সাধারণ মানুষ বিশেষ করে বরাকের মানুষ এই সিদ্ধান্ত মানবে না। তারা এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবে। বলেছেন, শিগগিরই তারা টিপাইমুখ বাঁধ নির্মাণের উদ্যোগের বিরুদ্ধে মণিপুর ও আসামজুড়ে তীব্র আন্দোলনে নামছে। ঘোষণা করছে, নতুন কর্মসূচি।
আন্দোলন করা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো হলো কমিটি অন পিপলস অ্যান্ড এনভায়রনমেন্ট (কোপ), কৃষক মুক্তি সংগ্রাম কমিটি, আসাম মজুরি শ্রমিক ইউনিয়ন, সারা আসাম মণিপুরী ছাত্র সংস্থা, নাগা ছাত্র সংস্থা, অল আসাম মইবা পাইবি, হিন্দিভাষী ছাত্র যুবপরিষদ, সারা আসাম ডিমাসা ছাত্র ইউনিয়ন, মাড় ছাত্র সংস্থা প্রভৃতি সংগঠন। আর রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে আছে আসামের এআইইউডিএফ, অসম গণপরিষদ, আসু, এসইউসিআই। এ ছাড়া এই আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছে সিপিএম ও বিজেপির নেতারাও।


http://www.prothom-alo.com/detail/da...23/news/203197
__________________
And Allah Knows the best
Reply With Quote