View Single Post
  #8  
Old November 23, 2011, 09:27 AM
WarWolf WarWolf is offline
Cricket Guru
 
Join Date: March 3, 2007
Favorite Player: Love them all....
Posts: 14,685


টিপাইমুখ নিয়ে আন্তর্জাতিক আদালতে যাবে না ঢাকা: পররাষ্ট্রসচিব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্ট ফোর.কম
ছবি: জীবন আমীর/বাংলানিউজটোয়েন্ট ফোর.কম
ঢাকা: টিপাইমুখসহ অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে বিরোধ মেটাতে আন্তর্জাতিক আদালাত বা তৃতীয় কোনও পক্ষের কাছে যাওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস।

তিনি বলেন, ‘ভারতের সঙ্গে তিস্তা, টিপাইমুখসহ অভিন্ন নদীর পানি বণ্টন ইস্যুতে দ্বিপক্ষীয় আলোচনাকেই প্রাধান্য দিচ্ছে বাংলাদেশ।’

পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা এগোচ্ছি। দ্বিপক্ষীয়ভাবেই সমাধান হবে বলে আমাদের বিশ্বাস।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনকস সম্মেলনকক্ষে ‘ওয়ার্ল্ড মার্কেটিং সাম্মিট’ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি উপস্থিত ছিলেন। তবে মার্কেটিং সাম্মিটের ওপর লিখিত বক্তব্য দিয়েই তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। তিনি বৃহস্পতিবার বিষয়টি নিয়ে কথা বলবেন বলেও জানান।

এরপর পররাষ্ট্রসচিবকে প্রশ্নবাণে জর্জরিত করেন সাংবাদিকরা।

এক পর্যায়ে পররাষ্ট্রসচিব বলেন, ‘আপনারা ঘুরেফিরে একই বিষয়ে প্রশ্ন করছেন।’

আন্তর্জাতিক আদালতে যাওয়া প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, ‘অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে দ্বিপক্ষীয়ভাবে সমাধান সম্ভব; অন্যকোনওভাবে সমাধানের প্রয়োজন আছে বলে আমরা মনে করিনা।’

টিপাইমুখ নিয়ে তিনি বলেন, ‘টিপাইমুখে প্রকল্প হচ্ছে এজন্য তো চুক্তি হয়নি। চুক্তি হয়েছে উন্নয়নকাজের (প্রমোটারস এগ্রিমেন্ট)।’

গত ২২ অক্টোবর চুক্তি হলেও এক মাস পর বিষয়টি গণমাধ্যমে প্রকাশের আগে সরকারিভাবে বাংলাদেশ বিষয়টি কেন জানতে পারেনি, সে প্রশ্নের কোনও জবাব দেননি পররাষ্ট্রসচিব। তিনি বলেন, ‘আমরা ভারতের সঙ্গে ঘণিষ্ঠভাবে যোগাযোগ রেখে চলেছি।’

এরপর সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, ‘চুক্তির পরও বিষয়টি জানতে কেন গণমাধ্যমের প্রয়োজন হলো এবং ভারতের সঙ্গে যোগাযোগ কেমন ঘনিষ্ঠ’। এ প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, ‘দেখুন এটি কোনও প্রশ্নই হলো না, তাদের সঙ্গে আমাদের একটি নিগোশিয়েশন (সমঝোতা) চলছে, এখন আমরা কি প্রকাশ্যে মিডিয়ার সামনে সমঝোতা চালাবো?’

তিনি বলেন, ‘আমাদের গতকালের (মঙ্গলবার) সংবাদ বিজ্ঞপ্তিতে দেখেন, সেখানে তো আমরা স্পষ্টই বলেছি, টিপাইমুখে কিছু করার আগে আমাদের সঙ্গে আলোচনা করার প্রয়োজন আছে।’

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, ‘গত সেপ্টেম্বরে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে ঘটনাচক্রে তিস্তার পানিবণ্টন চুক্তি হয়নি। তবে ওই সফর সফল; কারণ অনেকগুলো চুক্তি হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১১



http://banglanews24.com/news.php?nssl=70157
__________________
And Allah Knows the best
Reply With Quote