View Single Post
  #1  
Old July 31, 2012, 04:06 AM
Naimul_Hd's Avatar
Naimul_Hd Naimul_Hd is offline
Cricket Guru
 
Join Date: October 18, 2008
Location: Global City of Australia
Favorite Player: Shakib, Mashrafe
Posts: 13,524
Post ZC requests BCB for practice matches ahead of T20 WC

প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবিকে জিম্বাবুয়ের চিঠি


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্ট ফোর.কম
ঢাকা: শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশে প্রস্তুতি ম্যাচ খেলতে চায় জিম্বাবুয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’কে এ জন্য চিঠিও দিয়েছে ক্রিকেট জিম্বাবুয়ে।

যদিও বিসিবি এখনো প্রতিউত্তর দেয়নি। আসলে ওই সময়ে জিম্বাবুয়ের জন্য প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করা বিসিবির জন্য কঠিন কাজ। বিসিবি একাদশের হয়ে জাতীয় দল তখন ত্রিনিদাদ এন্ড টোবাগোতে থাকবে চার জাতি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে। ৩০ আগস্ট ত্রিনিদাদের উদ্দেশ্যে রওয়ানা হবে বাংলাদেশ দল। সেখানে ৬, ৭ ও ৮ সেপ্টেম্বর আফগানিস্তান, জ্যামাইকা ও স্বাগতিক ত্রিনিদাদের বিপক্ষে আনঅফিসিয়াল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলে সোজা শ্রীলঙ্কায় চলে যাবে।

বাংলাদেশ ‘এ’ দলও তখন ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরমেন্স দলের বিপক্ষে খেলার জন্য প্রস্তুতি নেবে। সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরমেন্স দল ঢাকায় আসবে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য। তারপরও জিম্বাবুয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে চাইলে বিকল্প ব্যবস্থা করবে বিসিবি। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এনায়েত হোসেন সোমবার মোবাইলফোনে বাংলানিউজকে বলেন, ‘জিম্বাবুয়ে আমাদের কাছে আগ্রহ প্রকাশ করেছে। তারা খেলতে চায় বিশ্বকাপের আগে। কিন্তু ওই সময় বাংলাদেশ দল দেশের বাইরে থাকবে। আগে থেকে ত্রিনিদাদে খেলা ঠিক হয়ে আছে। ‘এ’ দলকেও পাওয়া যাবে না। তারপরও যদি জিম্বাবুয়ে চায় খেলবে তাহলে আমাদের বিকল্প কিছু করতে হবে।’

জুনে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করে জিম্বাবুয়ে। বিসিবির অনুরোধে দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশ দলকে অন্তর্ভুক্ত করে তারা। বিসিবিরও দায়িত্ব আছে তাদের প্রস্তুতির সুযোগ করে দেওয়ার।


Source
Reply With Quote