View Single Post
  #19  
Old February 27, 2013, 03:40 PM
Eshen's Avatar
Eshen Eshen is offline
Cricket Guru
 
Join Date: August 27, 2007
Posts: 14,497

প্রিমিয়ার ক্রিকেটের পাকিস্তানিদের নিয়ে সিদ্ধান্ত আজ

বিপিএলে শেষ বেলায় এসে পাকিস্তান ক্রিকেট বোর্ড 'না' করে দিয়েছিল। এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে কি খেলতে আসতে পারবেন পাকিস্তানি ক্রিকেটাররা? বিসিবির আজকের মিটিংয়ে এ প্রশ্নটিরই উত্তর খোঁজা হবে। বিসিবির একটি অংশ চাচ্ছে, বিপিএলে কথা না রাখায় ডিপিএলেও উপেক্ষা করা হোক পাকিস্তানিদের। ১৫ থেকে ১৭ মার্চের মধ্যে ঢাকার ১২টি ক্লাবকে নিয়ে শুরু হওয়া লীগে পাকিস্তানি ক্রিকেটাররা আসতে পারবেন কি-না তা জানিয়ে দেওয়া হবে। সে সঙ্গে জানিয়ে দেওয়া হবে, পুলের কোটায় কতজন ক্রিকেটারকে নিতে পারবে ক্লাবগুলো। এখন পর্যন্ত ঠিক আছে, জাতীয় পুল থেকে তিনজন করে ক্রিকেটার নিতে পারবে প্রতিটি ক্লাব। তবে পেসাররা বরাবরের মতোই এবারও পুলের বাইরে থাকার দাবি তুলেছেন। কেননা পুল থেকে কেবল ব্যাটসম্যানদেরই নিয়ে থাকে ক্লাবগুলো। সে কারণে অনেক সময় দল মিলে না পেসারদের। তবে এবার সুপার লীগের আগে পর্যন্ত জাতীয় দলের ক্রিকেটারদের পাচ্ছে না কোনো ক্লাব। মার্চের পুরোটা সময় শ্রীলংকা সফরে থাকার পর এপ্রিলে মুশফিকরা থাকবেন জিম্বাবুয়েতে। সেখান থেকে ফিরে মে মাসে সুপার লীগের ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন সাকিব-তামিমরা। সেই হিসাবে ৭ থেকে ৮ মার্চের মধ্যে দলবদলে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের মূল্য বাড়তে পারে।
Reply With Quote