Thread: Ajib pesha
View Single Post
  #1  
Old January 8, 2010, 03:30 AM
boka boka is offline
First Class Cricketer
 
Join Date: February 19, 2005
Posts: 381
Default Ajib pesha

আমর যে যেই কাজেই নিয়োজিত আছি সেখানে বছর শেষে কেমন কাজ করছি তার একটা হিসাব হয়, আর এই হিসাবের ভিত্তিতেই আমাদের বেতন-ভাতার উন্নতি হয় তা-ই না ?
কাজ ভালো করলে উন্নতিটা বেশী হয়, খারাপ করলে চাকরী/ব্যবসা/পরীক্ষার ফল নিয়ে টানাটানি - এটাই নিয়ম বলে জানি
এবং পছন্দ হোক না হোক তা মেনেই জীবন চলছে তা-ই-তো
কিন্ত্ত
খেয়াল করে দেখেছেন কি আমাদের ক্রিকেটারদের কথা
হি হি
আকেলবান্দরা ধরে ফেলছেন নিশ্চয় ...
বছরের পর বছর গরীব দেশের তুলনায় রাজকীয় বেতন-ভাতা পাওয়া এই চাকুরীর লোকগুলো মহা আনন্দে হেরেই চলেছে কিন্ত্ত তাদের বেতন-ভাতা বেড়েই চলেছে । দুনিয়ার সেরা সেরা কোচের অধীনে কাজ করেও যাদের ১০ বছরের ফলাফল একটাও পূর্নশক্তির টেস্ট দলের সাথে জয়হীন থাকা, ওয়ানডেতে ১০টারও কম জয় । যারা নিজেরাই মনে করে তারা কোন পূর্ণশক্তির দলের সাথে জিততে পারবে না । এবং চিন্তাটা এতো নগ্নভাবে বলতেও লজ্জাবোধ করে না তাদের আমরা কেন বেতন দেই এইটা ঠিক বুঝে আসছে না, বেতন যদি দিলামই তা আবার বাড়ানোর কি দরকার !!

সাকিব যে লজ্জাজনক কথাটা বল্ল তার টস্ জিতেও আগে ব্যাট করার কারণ হিসাবে - এইটা কি যে ভিষণ লজ্জার এইটা বোধহয় এর বোধের এন্টেনার ধারে কাছেও নাই । ভাবটা দেখলে মনে হয় খেলে বলেই বেতন জয়ের জন্য নয় :-(

দোষ অবশ্য খালি এদের নাই, আমাদেরও আছে, একটা ৩০০+ রানের পিচে ২৬০/২৯৬ করলেই এত্তো খুশিতে নাচানাচির কি হয় এইটা বুঝি না

আছেন না কি কোন জ্ঞানী যে এদের বোধের ঘরে একটু নাড়াচাড়া দিতে পারেন
যদি ন্যংটার লজ্জানাই বলে হাল ছেড়ে দেই তাহলেতো হবে না
আমার কাছে তো এদের এখনও ন্যংটা মনে হয় না
__________________
Abar jombay mela ...
Reply With Quote