View Single Post
  #28  
Old December 22, 2010, 07:18 AM
Night_wolf's Avatar
Night_wolf Night_wolf is offline
2018 BPL Fantasy Winner
 
Join Date: October 30, 2010
Favorite Player: Mash
Posts: 22,930

হঠাৎ লাইন কেটে গেলে বুঝে নিতে হবে জলদস্যুরা আশপাশে

‘আমি এখন জাহাজের ইঞ্জিনরুমে কাজ করছি। তোমাকে লুকিয়ে ফোন করছি। হঠাৎ লাইন কেটে গেলে বুঝে নিও জলদস্যুরা আশপাশে আসছে।’
এভাবেই স্ত্রী মাহফুজার কাছে নিজের অবস্থান বর্ণনা করেন সোমালীয় জলদস্যুদের হাতে অপহৃত বাংলাদেশি নাবিক মোহাম্মদ তারিকুল ইসলাম।
দীর্ঘ ১২ দিন পর আজ বুধবার দুপুরে চুরি করে ফোনে স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন মোহাম্মদ তারিকুল ইসলাম। ১৭ দিন ধরে অনিশ্চিত জীবনে থাকা ২৬ বাংলাদেশির অন্যতম তারিকুল জানিয়েছেন তাঁরা সুস্থ।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানিয়েছেন, ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ জাহান মণিকে ২৬ জন বাংলাদেশিসহ সম্ভাব্য স্বল্পতম সময়ে নিরাপদে ফিরিয়ে আনতে সরকার চেষ্টা চালাচ্ছে। তিনি গতকাল মঙ্গলবার তাঁর কার্যালয়ে ছিনতাই হওয়া জাহাজের কর্মীদের পরিবারের আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
মোহাম্মদ তারিকুল ইসলামের স্ত্রী মাহফুজা খাতুন প্রথম আলোকে জানান, বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে তিনি স্বামীর কণ্ঠ শুনতে পান ১২ দিন পর।
টেলিফোনে কয়েক মিনিটের আলাপচারিতায় তারিকুল তাঁর স্ত্রীকে জানান, আপাতত জাহাজে আটকে পড়া বাংলাদেশিদের খাবারের কষ্ট নেই। যদিও তাদের সীমিত আকারে খেতে দেওয়া হচ্ছে। তবে পানির কিছুটা অসুবিধা রয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় জাহাজের ওই ২৬ জন ঠিক বুঝে উঠতে পারছেন না তাঁদের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে।

http://www.prothom-alo.com/detail/da...22/news/117613
lets pray
__________________
kumbaya
Reply With Quote