View Single Post
  #7  
Old December 21, 2011, 06:00 PM
idrinkh2O's Avatar
idrinkh2O idrinkh2O is offline
Test Cricketer
 
Join Date: April 9, 2011
Favorite Player: Performing Tigers
Posts: 1,879

শীতে খুব কষ্ট হয় গো স্যার`
মুরসালিন হক, স্টাফ করেসপন্ডেন্ট



ঢাকা : দিনের বেলায় জায়গাটি ব্যবহৃত হয় সচেতন নাগরিকদের নিরাপদ সড়ক পারাপারের জন্য। আর গভীর রাতে সেখানে ঘুমানোর জায়গা তৈরি করে নেয় দরিদ্র ছিন্নমূল মানুষ।

তবে ঘুমানোর জায়গা হিসেবে স্থানটি গরমের মৌসুমের তুলনায় শীতের মৌসুমেই বেশি অগ্রাধিকার পায়। আর তাই গ্রীষ্মে সেখানে ছিনতাইয়ের ঘটনার বাড়াবাড়ি থাকলেও শীতে এই ভয় থাকে কিছুটা কম।

কারণ অভাবী মানুষগুলোই সেই জায়গাটিকে শান্তিতে নিদ্রাযাপনের জন্য দখলের কারণে ছিনতাইকারিরা খুব একটা সুবিধা করতে পারে না।

যে জায়গাটির কথা হচ্ছে তা নগরবাসীর কাছে অত্যন্ত সুপরিচিত কাওরানবাজার আন্ডারপাস বা ভূগর্ভস্থ সড়ক পারাপার।

দায়িত্বপালনকালে বুধবার গভীর রাতে সেখানে গিয়ে দেখা গেল ছোট্ট করিডোরটিতে দুই সারিতে প্রায় শ`খানেক মানুষ যার যতটুকু সম্বল কাপড় দিয়ে নিজেদের মুড়িয়ে ঘুমিয়ে আছেন।

রাজধানীসহ সারাদেশে পৌষের শুরু থেকেই বইতে শুরু করেছে উত্তরের তীব্র কনকনে হাওয়া। কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের কাওরানবাজার এলাকার প্রশস্ত সড়কের উভয়পাশে সেই কনকনে হাওয়ার তীব্রতা যেন আরও একটু বেশি।

সহকর্মী ফটো সাংবাদিক রাজিবকে একের পর এক ছবি তুলতে দেখে আন্ডারপাসে প্রায় নিয়মিত নিদ্রা যান যারা, তাদের মধ্যে কয়েকজন এগিয়ে এলেন কথা বলার জন্য।

কথা হয় মো. নবী, কামাল, আক্কেল সহ আর ওঅনেকের সং্গে।

কামাল জানান, গরমের সময় কাওরানবাজারের দুই দিকের সড়কের ফুটপাতে ঘুমাতে যে পরিমাণ শান্তি, ঠিক তার উল্টো অশান্তি হয় শীতের সময়। আর তাই একটু শান্তিতে ঘুমানোর জন্য শীতে তারা বেছে নেন কাওরানবাজারের আন্ডারপাসটিকে।

কামাল বলেন, “এইহানে কোন জায়গা আগে থেইকা ঠিক করা থাহেনা। তয় যে আগে আসে সে আগে জায়গা পায়। এহানে বেশিক্ষণ কেউ ঘুমায়না। কেউ ঘুমায় কাওরানবাজারের রাতের কাম শেষ কইরা, আবার কেউ কেউ কাম শুরুর আগে এট্টু ঘামায়া লয়।”

পথাচারী পারাপারের জায়গা দখল করে ঘুমিয়ে আছেন- জানতে চাইলে হেসে উঠে আক্কেল আলী বলেন, “স্যার আমরা আছি বইলাই বরং এই শীতে লোকজন রাতের বেলা লিশ্চিন্তে (নিশ্চিন্ত) পার হয়। তয় রাইতের বেলা তেমন লোকজন এইহানে আহেই না। গরমের সময় আমরাও থাকি না আর ছিনকার (ছিনতাইকারি) মামারা পাবলিকের সব লইয়া জায়গা।”

এসব অভাবী মানুষগুলোর জন্য আশীর্বাদ স্বরূপ শীতবস্ত্র নিয়ে হঠাৎ হঠাৎ উপস্থিত হন কিছু এনজিও বা স্বেচ্ছাসেবী সংগঠন। শীত নিবারণের জন্য তারা দিয়ে যায় পুরোনো কাপড়। তবে তাও আবার বেশির ভাগ বরাদ্দ থাকে শিশু ও নারীদের জন্য।

এ ব্যাপারে জানতে চাইলে মো. নবী বলে উঠলেন, “স্যার, কতক্ষণ আগে আপনাগো মতন কয়েকজন লোক হঠাৎ আইসা পুরানা কাপড়চোপড় দিয়া গেল। তয় বেশিরভাগই দিছে ঘুমায়া পড়া পোলাপানগো আর মাইয়াগো। আমারা চাইছিলাম; কিন্তু আমগো সবাইরে দেয় নাই।”

রাজীবের ছবি তোলা আর ছিন্নমূল মানুষগুলোর সাথে কথা বলার ফাকে এক সময় দেখা গেল ঘুমন্ত মানুষের সারি পুরো আন্ডারপাসটিকে দখল করে ফেলেছে। আর নবী, কালাম, আক্কেল আলীদের মতো গুটিকয় যারা জেগে ছিলেন তারাও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন।

চলে আসার সময় পেছন হতে শোনা গেল, “স্যার এমন কিছু খবর দেখাইয়েন না যেন আমাগো আবার ছিনকার কইয়া এহান থন উঠায়া দেয়। অনুরোধ এমন কিছু লেইখেন জানি কয়টা গরম কাপড় পাই। শীতে খুব কষ্ট হয়গো স্যার...।”

তীব্র শীতে দেশের বিভিন্নস্থান থেকে প্রতিদিনই মানুষের মৃত্যু সঙবাদ আসছে। পাতলা কাপড় জড়িয়ে কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে থাকা দরিদ্র মানুষগুলো দেখে মনে হয়- হাটুতে মুখ গুজে তারা যেন শীত নয়; মৃত্যুকেই এড়িয়ে যেতে চাইছে।
__________________
-- Alwayz with !!! Champions are made from something they have deep inside them - a desire, a dream, and a vision!
-- Bangladesh are the Runners-up in the 2012 ASIA Cup!
Reply With Quote