View Single Post
  #16  
Old February 2, 2012, 05:20 PM
idrinkh2O's Avatar
idrinkh2O idrinkh2O is offline
Test Cricketer
 
Join Date: April 9, 2011
Favorite Player: Performing Tigers
Posts: 1,879

Eai chagol-ghulo amader desh chalale desher unnoti hobe kivhabe
----------------------------------------------------------------

সড়ক দুর্ঘটনা নিয়ে আশরাফ-তারানার বাক-বিতণ্ডা



স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সড়ক দুর্ঘটনা নিয়ে প্রতিবাদ করার কিছু নেই। কেননা, দুর্ঘটনা হলো দুর্ঘটনা (অ্যাকসিডেন্ট ইজ অ্যাকসিডেন্ট)।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের প্রশ্নের জবাবে আশরাফ এ কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, পত্রপত্রিকায় লেখা হয় দুর্ঘটনায় নিহত হয়েছেন। দুর্ঘটনা নিয়ে প্রতিবাদ করার কারণ নেই, দেখতে হবে কাউকে হত্যা করা হয়েছে কি না। তিনি বলেন, ‘কেউ ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটালে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। আর সড়ক দুর্ঘটনায় কেউ নিহত হলে আমাদের কিছু করার নেই।’

এদিকে সড়ক দুর্ঘটনা নিয়ে আশরাফের এই বক্তব্যের প্রতিবাদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সাংসদ তারানা হালিম বলেন, ‘সড়ক দুর্ঘটনা নিছকই একটি দুর্ঘটনা নয়। সতর্ক হলে যা এড়ানো যায়, সেটা দুর্ঘটনা নয়। আইনেও আছে, কারও অবহেলার জন্য মৃত্যু হলে তা ৩০৪ ধারায় হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হয়। তাই সড়কের সব দুর্ঘটনাকে কেবল দুর্ঘটনা বলা যায় না। এ কথার প্রতিবাদ জানাতেই আমি কথা বলতে দাঁড়িয়েছি।’

ফজলুল আজিম মন্ত্রীকে প্রশ্ন করেন, সড়ক মেরামতের জন্য অপেশাদার ও দলীয় লোকদের কাজ দেওয়া হচ্ছে। এর সঙ্গে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তারাও জড়িত। এ বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান জানতে চান ফজলুল আজিম।

জবাবে স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার সরকার টেন্ডার, চাঁদাবাজে বিশ্বাস করে না। এ ব্যাপারে সুস্পষ্ট অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

এম এ জব্বাবের আরেক প্রশ্নের উত্তরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, গ্রামীণ সড়কগুলোতে এখন ৪০-৪২ টনের ট্রাক চলাচল করে। এ জন্য সড়কের অবস্থা ভয়াবহ হচ্ছে। তবে এলজিইডিকে ব্যবস্থা নিতে হবে গ্রামকে গ্রামের মতো রাখার।

এনজিওর জন্য নতুন আইন: এনজিও কার্যক্রমে জড়িত অর্থের ব্যবহারে স্বচ্ছতা আনতে নতুন আইন প্রণয়ন করা হচ্ছে। বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবী কার্যক্রম) রেগুলেশন আইন-২০১১-এর প্রাথমিক খসড়া তৈরি করা হয়েছে।

আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে মো. ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান সংসদকার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী।

মন্ত্রী বলেন, এনজিওবিষয়ক ব্যুরো ‘দ্য ফরেন ডোনেশন (ভলেন্টারি অ্যাক্টিভিটিস) রেগুলেশন অর্ডিন্যান্স-১৯৭৮’-এর সংশোধন ও এর সঙ্গে ‘দ্য ফরেন কনট্রিবিউশন (রেগুলেশন) অর্ডিন্যান্স-১৯৮২’ একত্র করে নতুন আইনের প্রাথমিক খসড়া তৈরি করেছে।

বৈদেশিক বিনিয়োগ প্রস্তাব বেড়েছে: মোস্তফা জালাল মহিউদ্দিনের প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী জানান, ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশে মোট তিন লাখ ৬৫ হাজার ২৪১ দশমিক ৮৮৫ মিলিয়ন টাকার বৈদেশিক বিনিয়োগের প্রস্তাব পাওয়া গেছে। মোট ৩৭টি দেশ থেকে এ বিনিয়োগের প্রস্তাব এসেছে বলেও জানান মন্ত্রী।
__________________
-- Alwayz with !!! Champions are made from something they have deep inside them - a desire, a dream, and a vision!
-- Bangladesh are the Runners-up in the 2012 ASIA Cup!
Reply With Quote