View Single Post
  #19  
Old February 5, 2010, 10:29 AM
BD-Shardul BD-Shardul is offline
Banned
 
Join Date: October 16, 2006
Location: Doha, Qatar
Favorite Player: Mash,Shakib,Tamim
Posts: 7,046

Quote:
Originally Posted by auntu
কিছু প্লেয়ারদের দিয়ে হবে না এইটা বুঝতে হবে।
বুঝলাম রে ভাই। কিন্তু পাইপলাইন থেকে যাদের আনবেন, তাদের দিয়ে যে হবে, সেটার গ্যারান্টি কি? গ্যারান্টি নাই। কারণ আমাদের পাইপলাইন এমন খেলোয়ার প্রস্তুত করে না, যারা আন্তর্জাতিক ম্যাচে ধারাবাহিক ভাবে পারফর্ম করার জন্য ট্যাকনিকাল ও মানসিকভাবে যোগ্য। জাতীয় দলের কলিমুদ্দি খারাপ খেললে, আমরা ভাবি, নির্বাচক-ব্যবস্থাপকেরা ভাবে, সলিমুদ্দি নামক প্রতিভাবান প্লেয়ার আনলে কাজ হবে। তারপর নতুন মুখ সলিমুদ্দির ট্যালান্ট এর ঠেলায় দুই-তিন ম্যাচে পাবলিকের থাকে না হুঁশ। ব্যস এই পর্যন্তই। সলিমুদ্দির ট্যালন্ট হঠাৎ করেই দলকে সামনে নেয়ার পরিবর্তে উলটা জগদ্দল পাথরেরে মত দলের বোঝা হয়ে দাঁড়ায়। যেমন হয়েছে আশরাফুল, রকিবুল। কিন্তু, সামনে তো আমাদের এগুতে হবেই। তবে আসল সমস্যার সমাধান না করে আমরা হারিকেন নিয়ে বেরিয়ে পড়ি নতুন সলিমদ্দির, নতুন মাসিয়াহর খোঁজে। পেয়েও যাই। টেস্ট স্ট্যাটাস পাওয়ার ১০ বছর পরও সেজন্য ধারাবাহিক পরাজয়ের পর, লজ্জার মাথা খেয়ে, ৩২ দন্ত নিরাভরণ করে আমাদের বলতে হয় "বেরাদার, আমাদের দলটা খুব তরুণ ত, খেলা শিখছে"।
Reply With Quote