View Single Post
  #1  
Old January 12, 2010, 03:47 PM
Eshen's Avatar
Eshen Eshen is offline
Cricket Guru
 
Join Date: August 27, 2007
Posts: 14,497
Default SAG T20 competition

পাকিস্তান আসছে না, ভারতও অনিশ্চিত

প্রথমবারের মতো সাউথ এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত হলেও শেষ মুহূর্তে পাকিস্তান ও ভারতের অনীহার কারণে এ ডিসিপ্লিনটির জৌলুস হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। গত ফেব্রুয়ারিতে কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিলের ৩৯তম নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী টি২০ ক্রিকেট অন্তর্ভুক্ত হয় ঢাকা এসএ গেমসে। সব কিছুই ঠিকঠাক ছিল। ভুটান ছাড়া দক্ষিণ এশিয়ার অন্য ৭টি দল এন্ট্রিও করে, চূড়ান্ত হয় গ্রুপিং ও ফিকশ্চার। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার 'এ' গ্রুপের ম্যাচ দিয়ে ক্রিকেট মাঠে গড়ানোর কথা ২ ফেব্রুয়ারি। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি মেইল বার্তা ওলটপালট করে দিয়েছে সব কিছু। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পাঠানো মেইল বার্তায় পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দেয় এসএ গেমসে তারা ক্রিকেট দল পাঠাবে না। এর আগে ৯ জানুয়ারি বিশ্বকাপ ট্রফি উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্মকর্তারাও মৌখিকভাবে বিসিবিকে জানিয়েছিলেন এসএ গেমসে তাদের দল না পাঠানোর কথা। তারপর থেকে দু'দেশের বোর্ডকে অনুরোধ অব্যাহত রাখে বিসিবি। এরই মধ্যে সোমবার আসে পিসিবির দল না পাঠানোর সিদ্ধান্ত। গতকাল বিসিবির পক্ষ থেকে বিষয়টি জানার পর গেমসের আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসেসিয়েশনও হতভম্ব। গেমসের দুই সপ্তাহ বাকি থাকতে পাকিস্তানের না আসার সিদ্ধান্ত এবং ভারতের অনিশ্চয়তায় কেবল এ ডিসিপ্লিনের আকর্ষণই কমবে না, আগামীতে দক্ষিণ এশিয়ার এ গেমসে ক্রিকেট থাকা না থাকার বিষয়টিও জড়িয়ে আছে এর সঙ্গে।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ টি২০ ক্রিকেটে পাকিস্তানের আসতে অপারগতার কথা স্বীকার করে বলেছেন, 'পাকিস্তান অলিম্পিক কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, তাদের ক্রিকেট বোর্ড দল পাঠাতে চাচ্ছে না। ভারতের বিষয়টা এখনও পরিষ্কার নয়। তবে আমরা চেষ্টা করছি তাদের মত পরিবর্তন করানোর। বিসিবিকেও বলেছি পিসিবি আর বিসিসিআইর সঙ্গে আলোচনা করতে। আমরা দু'দেশের অলিম্পিক কমিটির মাধ্যমেও তাদের ক্রিকেট বোর্ডকে রাজি করানোর চেষ্টা করছি।' 'সোমবার পিসিবি থেকে জানিয়েছে তারা আসতে পারবে না। বিশ্বকাপ ট্রফি উন্মোচনের সময় ভারতীয় কর্মকর্তারাও মৌখিকভাবে বলেছেন না আসার সম্ভাবনার কথা। এখন কী হবে জানি না। আমাদের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে'_ জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু। অন্য দলগুলো সম্পর্কে বিসিবি কর্মকর্তা বলেন, 'শ্রীলংকা, মালদ্বীপ ও নেপাল আসছে নিশ্চিত। আফগানিস্তানের ব্যাপারেও আশাবাদী। তবে আমাদের এ দেশগুলো থেকে রিকনফারমেশন চিঠি পাওয়া জরুরি।' উল্লেখ্য, গত বছর পিলখানা ট্র্যাজেডির পর পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর পিছিয়ে দিয়েছিল বিসিবি। পরিবর্তিত সিডিউলে পাকিস্তান আর আসেনি। এমনকি অক্টোবরে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বাংলাদেশ সফরও নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাতিল করে পিসিবি। তার পর থেকেই শুরু দু'দেশের ক্রিকেট কর্মকর্তাদের সম্পর্কের টানাপড়েন।


http://www.samakal.com.bd/details.ph...b_no=217&type=
Reply With Quote