View Single Post
  #13  
Old November 2, 2013, 07:50 AM
CricketPagolChele CricketPagolChele is offline
Banned
 
Join Date: March 24, 2006
Location: Texas,USA
Favorite Player: Shakib , Mushfiqur
Posts: 696

Bangalir peter bhat hojom hoi na shob kichote politics na anle. Shob gola hoilo dol kana. Ai politics are jonnoy eto shondor ekta lekha onkorey binoshto. Dhikkar janai ai shob dol kana dalal der. Dalalir ekta limit thaka chai.. Cricket e keno ai dalali? Ai dolkana dalalder Bangladesh theke lathi mere ber kore deya dorkar.

Quote:
Originally Posted by nasifkhan
শনিবার হরতাল ডেকেছে নিউজিলেন্ড

ক্রীড়া মতিবেদক
পর পর দুটি ওয়ান ডে মেচে পরাজয়ের পর শনিবার দেশবেপী হরতালের ডাক দিয়েছেন নিউজিলেন্ডের কেপ্টেন মেক আবুল কালাম ওরফে মেককালাম।
আজ বাংলাদেশের কাছে ৪০ রানে হারার পর প্রতিক্রিয়ায় এক সংবাদ সম্মেলনে এ হরতালের ডাক দেন মেককালাম।
মেককালাম বলেন, জয় পরাজয় নয়, অংশ গ্রহনই বড় কথা। আমরা চাই বাংলাদেশ অংশ গ্রহনই বড় কথা মডে খেলাধুলা করুক। কিন্তু দুঃখের সংগে বলতে চাই, আন্তর্জাতিক কৃকেটের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ খেলতে পারছে না।
আবেগঘন কণ্ঠে মেককালাম বলেন, গত মেচে বিস্টির কারনে আমরা অসুবিধার মুখমুখী হয়েছিলাম। লুইস পদ্ধতিতে অংকের মারপেচে বাংলাদেশ জয় লাভ করে। বিস্টিটা না নামলে দেখাইয়া দিতাম কৃকেট কারে বলে।
দাওয়াত দিয়ে ডেকে এনে বৃষ্টিতে ভিজানর অভিযোগ এনে মেককালাম বলেন, তারা সমানে চার ছয় মারল, আর আমরা একটু মারতে নামতেই বাংলাদেশের কেপ্টেন মুশফিকুর বলে কি, এস তবে বিস্টি নামাই। তারপরই কুকুর বিড়াল বিস্টি হল। আমরা হারিয়া গেলাম। এ কেমন আচরন? নিজেরা শুকনা মাঠে বেট করবা আর আমাদিগকে ভিজা মাঠে বেট করতে পাঠাইবা, একে ত লেবেল প্লেইং ফিল্ড বলে না।
আজকের মেচে কি সমস্যা ছিল, এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে মেককালাম বলেন, আমরাও চাই বাংলাদেশ খেলিয়া জিতুক, কিন্তু সেই খেলা স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হতে হবে। আজকের খেলা আন্তর্জাতিক মানের হয়নি। আমরাও নিউজিলেন্ডের গরুর দুদ খাই, বাংলাদেশও নিউজিলেন্ডের গরুর দুদ খায়। কাজেই এটি একটি লুকাল খেলা হয়েছে। আমাদের সংগে আন্তর্জাতিক মানের খেলা তখনই হবে যখন বাংলাদেশ নিউজিলেন্ডের গরুর দুদ খাওয়া বন্দ করবে।
স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের কৃকেটের দাবী জানিয়ে শনিবার হরতালের ডাক দিয়ে মেককালাম বলেন, অবিলম্বে আমাদের দাবী মেনে নিয়ে নির্দলীয় নিরপেক্ষ কৃকেট মেচের আয়জন করুন। জনগনের দাবী মেনে নিন।
মেককালামের দাবীর সংগে একমত প্রকাশ করে সংবাদ সম্মেলনে উপস্থিত বৃহত্তর জামায়াতে ইসলামীর বিএনপি শাখার ভাঁড়প্রাপ্ত নায়েবে আমীর ও জাতীয়তাবাদী শক্তির ‘কমপ্লান বয়’ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কমপ্লান ভক্ষন না করে নিউজিলেন্ডে দুদ ভক্ষন করে বাংলাদেশ কৃকেট দল আন্তর্জাতিক মান লংঘন করেছে। আমরা ক্ষমতায় আসিয়া এই দলকে প্রথমেই পাকিস্তানে বোমা-গুলির মধ্যে খেলতে পাঠাইয়া সাইজ করিব। এদের খেলার মান পাকিস্তান অপেক্ষা ভাল হয়ে গেলে বিএনপি শাখার মান ইজ্জত কিছুই থাকবে না।
এরপর মেককালাম ও ফখা ইবনে চখা নিজ নিজ বুকে হাত দিয়ে নিউজিলেন্ডের জাতীয় সংগীত ‘যে দেশে গরু খায় বার মাস সবুজ ঘাস সেই দেশ দুধের দেশ নিউজিলেন্ড’ পরিবেশন করে সংবাদ সম্মেলন শেষ করেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বাংলাদেশ কৃকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, দুদ না খেলে হবে না ভাল ছেলে।


http://motikontho.wordpress.com/2013...6%89%E0%A6%9C/
Reply With Quote