View Single Post
  #8  
Old May 27, 2008, 05:47 PM
BD-Shardul BD-Shardul is offline
Banned
 
Join Date: October 16, 2006
Location: Doha, Qatar
Favorite Player: Mash,Shakib,Tamim
Posts: 7,046

আমাদের সমস্যা কী জানেন? আমাদের সমস্যা হল আমাদের, মানে বাংলাদেশীদের ব্যবহার ভালো করা উচিত। বাংলাদেশ যখন বিদেশি অতিথি আসেন তখন আমরা ভাল ব্যবহার করি ঠিকই, কিন্তু আমরা যখন বিদেশে যাই, তখন এর ঊল্টোটা করি। কাতারে আমি দেখলাম, কোন বাংলাদেশীকে জিজ্জেস করেন, ভাই অমুক দোকানের রাস্তাটা কোন দিকে? জানা থাকলেও বলবে জানি না। আর আপনি আমেরিকানদের দেখেন? দেখবেন একটা অপরিচিত মানুষকেও তারা কত আন্তরিকতার সাথে সাহায্য করে। বেচারাদের ঈমান নাই, কিন্তু এই ব্যবহার জিনিসটা আমরা তাদের কাছ থেকে শিখতে পারি।


Quote:
One thing I will admit is that Bangladeshi workers in general are less receptive to abuse than South Indians, call a South Indian coolie "m*********" he will say "ok, Sir", but call a Bangladeshi cleaner the same, he will fight back, many Arabs dont like Bangladeshis for that reason, they like submissive people who you can abuse, slap and beat at will......
This is very true. আমি বলতে চাছি না যে আপনি অত্যাচারের মুখেও চুপ করে থাকবেন। বাস্তব কথা হল আরব, যেহেতু বেশিরভাগই পয়সাওয়ালা, তাদের কে একটু হুজুর হুজুর করলে তারা পছন্দ করে। আমি কোন আওস্থাতেই বলতে চাছি না যে আপনি রীতিমত তোষামুদে হয়ে যান। আপনি যদি ধরেন কোন অদক্ষ শ্রমিক হিসেবে আসেন বা কোন ঘরের দ্রাইভার হিসেভে আসেন, আপনাকে ত এমনভাবে চলা উচিত, যেমনভাবে আপনার মনিব চায়। নাকি আপনি প্রথম এসেই ঘার তেরামি করবেন? আমাদের অনেক বাংলাদেশিরা করে।

আমি বলতে চাই না যে আরব্রা ধোয়া তুলসী পাতা। কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থার কারণে আমাদের আসতে হয়। ভারতীয়রা কী আরবদের অনেক শ্রদ্ধা করে? কখনো না। কিন্তু আপনি দেখেন, তারা আমাদের চেয়ে অনেক অনেক strategically and economically চিন্তা করে। তাদের লাভও হয় তেমন। পুরা মিডল ইস্টে বড় থেকে একদম নিম্নস্ত্অরে আপনি সবচেয়ে বেশি পাবেন ভারতীয়। কারণ তারা বুদ্ধিমান।

এই যে দেখেন, বাহরাইন, আমাদের বিরুদ্ধে এ ধরণের কথা বলছে। আমাদের খারাপ লাগছে। আমরা কী চিন্তা করছি আমাদের নামে কথা উঠবে কেন? আমরা কী প্রতিজ্ঞা করছি যে বিদেশে যেন আমাদের বদনাম না হয়? ঊল্টা আরবদের দোষ দিচ্ছি। আপনি একটা অশিক্ষিত ভারিতীয়দের সাথে কথা বলে দেখেন, তারা সবার প্রথম দেশের image নিয়ে চিন্তা করে। আমরা কী করি? কখনো করি না। যদি করতাম, তাহলে আমরা দুর্নিতীতে ৭-৮ বার চাম্পিয়ন হতাম না। যদি করতাম, তাহলে এমন সব রাজনীতিবিদ দেখতাম না, যারা দেশকে বেঁছে নিজের পকেট ভারী করার দায়ে শ্রীঘরে দিন কাটায়।

আর ধরুণ আমরা বাহরাইনীদের সাথে পালটা ধরলাম। বাহরাইন আর আনাদের লোক নেয় না। খাস্তা কাদের হবে? বাহ্রাইনীদের? আজকাল তো নেপালী, ইন্ডিয়ান, শ্রীলঙ্কান মানব সম্পদের কোন অভাব নাই। মধ্য থেকে লোকসান হবে আমাদের।

আরবরা মাথা মোটা, একটু বেশি রকমই মোটা। এমন গাধা আবার নয় যে, একটা মাত্র কেস পেয়ে সব বাংলাদেশীদের দুষবে। কাতারে আমার অভিজ্ঞতা থেকেই বলি। কাতারের Ras Abu Fantas এ চাকুরী করে অনেক বাংলাদেশী এখন কোটীপতি। যারা এখানে কাজ করেছেন, উনাদের সবাই কাতার এসেছেন ১৯৭০ এর দশকে। প্রায় সবাই চাকুরী করতেন ঘোড়াশাল সার কারখানায়। আমাদের রেপুটেশন্টাও ভালো ছিল। তারপর ২০০০ এর দশকে বয়সের কারণে এবং Qatarisation এর কারণে তারা পুরনো লোক ছাটাই শুরু করে। প্রথমে তারা legally কাজটা করত। মানে আপনাকে এক মাস আগে নোটিশ ইত্যাদি ইত্যাদি। নোটিশ দেয়ার ফলে কী হল, বাংলাদেশিরা যাবার আগে, ধরূণ কোন একটা দামি যন্ত্র যেমন একবার ২ লাখ রিয়ালে একটা টার্বাইন ইছাকৃতভাবে নষ্ট করে ফেলল। এরকম আরো তিন চারটা ছোটখাট কেস হয়। একন তারা চাকুরী থেকে ছাটাই করে কীভাবে জানেন? হঠাৎ একদিন সকাল গিয়ে দেখবেন আপনাকে আর ঢুকতে দিচ্ছে না। Human Rights এ আবেদন করেও কোন ফল হয় না? আর হবে কেন? এত বছর চাকুরী করেও কয়েকজন বাংলাদেশি যে অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছেন সেটাই কী যথেষ্ঠ নয়?

এবার আমার এক বন্ধুর কথা বলি। আমাদের তখন SSC পরীক্ষা। তার বাবা একজন সম্মানিত আর্কিটেক্ট। এক ভালো ফার্মে চাকুরী করেন। হথাৎ ফার্মে চরম অর্থনৈতিক দৈন্য দশা নেমে আসে। কাতারে আবার economic mobility and independence কম, মানে আপনি থাকা থেকে শুরু করে যেকোন ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক কাজকর্ম করার জন্য আপনার কাতারি sponsor থাকতে হবে। যেহেতু আমরা কাতারে এম্বেসী থেকে বোর্ড পরীক্ষা দেই, তাই রেজিস্ত্রেশন প্রক্রিয়া ছিল বেশ ঝামেলার। আর registration tranfer এর কথা নাই বা বললাম। তো সেই বন্ধুর বাবার sponsor তার কম্পানি থেকে সব লোক বাদ দিয়ে দিলেও, তাকে বাদ দেয় নি। অভিজ্ঞতা, আবার তাঁর ছেলের পরীক্ষা। তবে শর্ত ছিল যে, তিনি অর্থনৈতিক কাজ, যেমন ঠিকাদারি করতে পারবেন না, তার বেতন বাসা সব কিছু আগের মত বহাল থাকবে। sponsor এর কাছ থেকে এত বড় আশ্বাস পাওয়ার পরও তিনি গোপনে ঠিকাদারি করলেন এবং ধরা খেলেন। sponsor আর কোন কথা শুনলেম নে, এক সপ্তাহে বাংলাদেশ পাঠিয়ে দিলেন। পরীক্ষার আপত্তিও টিকল না।

ত যা বলতে চাচ্ছিলাম, খারাপ রেপুটেশান একদিন বা একটা কেসের মাধ্যমে গড়ে ওঠে না। ব্যক্তি জীবনে এক দিনে বা একটি মাত্র ঘটনার ভিত্তিতে আপনার সুমান ডুবে যেতে পারে, তবে, সামাজিক ও জাতীয় জীবনে এই প্রক্রিয়া দীর্ঘতর।

আগে যখন স্কুলে পড়তাম, তখন বাংলাদেশের ইমেজ নিয়ে প্রশ্ন উঠলে অনেক খারা লাগতো। লেখালেখিও করলাম কয়াকবার। আজকাল আর তেমন ভাবান্তর হয় না। আমরা যদি নিজেদের ভালো নিজেরা না চাই, আমারা যদি strategically চিন্তা না করি, আমরা যদি এমন কাজ করার প্রতিজ্ঞা না করি যেখানে আমাদের দেশের মান সম্মান জড়িত, দোষ কাকে দেব? বিচারের প্রথম শর্ত কী জানেন? নিজের উপর বিচার করা। নিজের উপর যখন বিচার করি, তখন মনে হয় এই সব নিয়ে মাথা না ঘামানোই ভাল।

বাংলাদেশ-শার্দুল
Reply With Quote