View Single Post
  #84  
Old April 1, 2012, 07:29 AM
jisaan's Avatar
jisaan jisaan is offline
Cricket Legend
 
Join Date: October 14, 2004
Location: Nijhum Dwip
Favorite Player: Nasir/Taskin/Anamul/Sohag
Posts: 4,743
Default দল নির্বাচনে কখনো আমি হস্তক্ষেপ করিনি

এবার শুধু সফল আয়োজন নয়, বাংলাদেশ দলের পারফরম্যান্স বিশ্বকে মুগ্ধ করে ছেড়েছে। গ্রুপ ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ও রানার্স আপ শ্রীলঙ্কাকে পরাজিত করে আসরে প্রথমবারের মতো ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে । দুর্ভাগ্যক্রমে মাত্র ২ রানে হেরে মুশফিক, সাকিবরা স্বপ্নের ট্রফি ঘরে তুলতে পারেননি। হারলেও বাংলাদেশ ক্রিকেট বিশ্বের হৃদয় জয় করে নিয়েছে ভালোভাবেই। যাক এত প্রাপ্তি ও সাফল্য পাওয়ার পরও বোর্ড সভাপতি হিসেবে মুস্তফা কামাল সমালোচনার বাইরে থাকছেন না। বিপিএলে সেমিফাইনালে দল নির্ধারণ ও বোর্ডে গঠনতন্ত্র পরিবর্তন করে ক্রিকেটারদের বাইরে রাখার সিদ্ধান্তে কোনো মহলই সন্তুষ্ট হতে পারেননি। বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র স্পোর্টস রিপোর্টার আসিফ ইকবাল এসব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন বিসিবি সভাপতির সঙ্গে। সে আলোচনায় অনেক প্রশ্নের উত্তর দেন তিনি। যা পাঠকদের সামনে তুলে ধরা হলো।

সফল এশিয়া কাপ থেকে বাংলাদেশের প্রাপ্তি কি?

আ হ ম মুস্তফা কামাল : প্রাপ্তি অনেক। সংগঠক হিসেবে অবশ্যই সফল। এশিয়া কাপ ২০১২'র সমাপ্তি এবং সমাপনী হয়েছে অসাধারণ। টুর্নামেন্টের সফল আয়োজনে সরকার, বোর্ড, দেশের জনগণ সবাই আন্তরিক ছিলেন। সাংগঠনিক বিবেচনায় আমি মনে করি প্রাপ্তি ষোলআনা। বিশ্বকাপ, মহিলা বিশ্বকাপ বাছাইপর্ব, এশিয়া কাপ আয়োজন করে আমরা বিশ্ববাসীর কাছে নিজেদের অবস্থান প্রমাণ করেছি। এশিয়া কাপে শুধু সাংগঠনিকভাবেই নয়, মাঠেও আমরা সফল ছিলাম। আমরা ভারত ও শ্রীলঙ্কার মতো দুই বিশ্বচ্যাম্পিয়ন ে হারিয়েছি। যদিও ফাইনালে পাকিস্তানের সঙ্গে লড়াই করে হেরেছি।

এশিয়া কাপে ভালো খেলার কারণ কী?

মুস্তফা কামাল : ১৯৮৬ সাল থেকে আমরা এশিয়া কাপ খেলছি। কিন্তু এবারই প্রথম ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়েছি। ভালো করার একাধিক কারণের মধ্যে প্র্রথমত, এবার আমরা একটি পূর্ণাঙ্গ দল হিসেবে খেলেছি। এর আগে এক-দুই ক্রিকেটারের পারফরম্যান্সের ওপর ভর করে খেলতাম। দ্বিতীয়ত, মাশরাফির প্রত্যাবর্তন, তৃতীয়ত, তামিমকে নিয়ে বিতর্ক ও আকরামের পদত্যাগ। দুজনের বিষয় ছিল সবার জন্য মেসেজ। সবাইকে শৃঙ্খল হতে হবে। খেলতে হবে ২২ গজে। মাঠে ভালো না খেললেও দলের ওপর প্রভাব নাও পড়তে পারে। কিন্তু ডিসিপ্লিন না হলে দলের ওপর প্রভাব পড়বেই। চতুর্থত, বিপিএল এবং পঞ্চমত, উইকেট।

বিপিএল নিয়ে নানা বিতর্ক। ম্যাচ ফিঙ্ংি, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে ক্রিকেট বোর্ড, ফ্র্যাঞ্চাইজিগুল থেকে ক্রিকেটারদের অর্থ না পাওয়া।

মুস্তফা কামাল : প্রথমবারের মতো বিপিএল করেছি। ভুলত্রুটি থাকবেই। আশা করি পরের আসরে এই ভুলত্রুটিগুলো আর দেখা যাবে না। বিপিএল আয়োজন করে বোর্ডের কোষাগার স্ফিত হয়েছে। আগামী ছয় বছরে প্রায় ৪০০ কোটি পাবে বোর্ড। নজর রাখতে হবে স্টেক হোল্ডার ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোও যাতে লাভবান হয়। ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজ, ইভেন্ট ম্যানেজমেন্টদের সমস্যাগুলো মেটাতে আমরা আগামী বোর্ড সভাতে আলোচনা করব।

আপনি কি মনে করেন ফাইনাল শেষ হওয়ার দুদিন পর ৫ রানের দাবি করাটা যৌক্তিক ছিল? দেশের মানসম্মান কি ক্ষুণ্ন হয়নি? তার ওপর এসিসি আবেদনটি বাতিল করেছে।

মুস্তফা কামাল : ফাইনালে আমাদের ভাগ্য সুপ্রসন্ন ছিল না। ম্যাচের যে পরিস্থিতি ছিল, তাতে আমাদের জেতা উচিত ছিল। দলের সবাই ভালো খেলেছেন। রাজিব শেষ ওভারে অনেক রান (১৯) দিয়েছেন। খেলায় এটা হতেই পারে। শেষ ওভার সবসময়ই দলের সেরা বোলার করেন। বোলিংয়ের সময় টিম ম্যানেজমেন্টের মেসেজ পাঠানো উচিত ছিল। শেষ ওভারে পরপর দুটি নো বল করেন কিভাবে শাহাদাত? শাহাদাতের আরও বেশি সংযমী হওয়া উচিত ছিল। 'উইকেট টু উইকেট' বল করলে সর্বোচ্চ ৮/১০ রান হতো। ৫ রান পেনাল্টি দাবি করে আবেদন করাটা দেরিতে করা হয়েছে। করলে খেলা শেষেই করা উচিত ছিল আমি মনে করি। দুদিন পরে করায় দেশের মানসম্মানের বিষয়টি চলে এসেছে।

ব্যাটিং অর্ডার...

মুস্তফা কামাল : এটা টিম ম্যানেজমেন্টের বিষয়। তবে নাসির হোসেন ও নাজিমুদ্দিনের আরও একটু দ্রুতলয়ে ব্যাট চালানো উচিত ছিল।

অভিযোগ রয়েছে দল নির্বাচনে আপনি হস্তক্ষেপ করেন। আপনার হস্তক্ষেপের জন্য পদত্যাগ করেছিলেন আকরাম খান।

মুস্তফা কামাল : দল নির্বাচনে আমি হস্তক্ষেপ করি না। দল নির্বাচনের আগে আমি নিজের মনোভাবটা প্রকাশ করি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলি। দল নির্বাচন নির্বাচকদের কাজ। আমার পরামর্শ নির্বাচকরা মানবেন, এটা বাঞ্ছনীয় নয়। আমি চূড়ান্ত হস্তক্ষেপ করি না। আকরাম খান কেন পদত্যাগ করেছেন, একমাত্র তিনিই বলতে পারবেন। আমি ১৫ ক্রিকেটারের স্কোয়াডই মেনে নিয়েছিলাম। শুধু জানিয়েছিলাম তামিমকে নিতে হলে তাকে ফিটনেস টেস্ট দিতে হবে ও নিয়মিত অনুশীলন করতে হবে। আমার লেখা চিঠি হয়তো তারা বুঝতে পারেনি। আমি কোথাও ১৪ সদস্যের স্কোয়াডের কথা লিখিনি। কারা এমনটা করল আমি বুঝতে পারিনি। (i don't eat banana....lolz....!!!)

শোনা যায়, মুশফিকের অধিনায়কত্ব বাতিল করতে চেয়েছিলেন আপনি?

মুস্তফা কামাল : অধিনায়ক ও সহঅধিনায়ক নির্বাচন সম্পূর্ণ বোর্ডের বিষয়। হ্যাঁ, বিষয়টা সত্য। মুশফিকের কাছে কারণ দর্শাও নোটিস পাঠানো হয়েছিল। তার উত্তর আমাদের মনোপূত হওয়ার পরই আলোচনা করে অধিনায়ক বানানো হয়েছে। সাকিবকে বিশ্বকাপ ক্রিকেটের পর অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তটিও সঠিক ছিল। আজকের সাকিবের পারফরম্যান্সই তার প্রমাণ। সরিয়ে দেওয়ার সময় বলেছিলাম, তুমি যখন চাইবে তখনই তোমাকে অধিনায়কত্ব ফিরিয়ে দেব আমার নিজ ক্ষমতাবলে।

আগের বোর্ড সভাপতিদের তুলনায় আপনি অনেক বেশি বিতর্কিত ও সমালোচিত।

মুস্তফা কামাল : আমরা বিশ্বকাপের যে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান করেছি, তা আইএমজি র্যাঙ্কিংয়ে বেজিং অলিম্পিকের পরই স্থান পেয়েছে। পেছনে ফেলেছে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপকে। তাতে প্রমাণিত হয়েছে, সাংগঠনিকভাবে আমরা অনেক পারদর্শী। আবার খেলার মাঠেও তিনটি ম্যাচ জিতেছি। সবই হয়েছে আমি সভাপতি থাকাকালীন। তাহলে কীভাবে ব্যর্থ হলাম? ইদানীং অনেকেই বলছেন, বিপিএল করে দেশের ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছি। কোনো একটি দেশের কাছে দেশের ক্রিকেটকে বিক্রয় করে দিয়েছি। তারপর আইসিসির রোটেশন পলিসি, সর্বশেষ তামিম ও আকরাম নিয়ে বিতর্ক। সত্যি বলতে, আমি মনে করি আমি বিতর্কিত নই, সমালোচিত।

এশিয়া কাপে ভারতকে হারিয়েছি। এশিয়া কাপের পারফরম্যান্সও দুর্দান্ত। এখন কি ভারত সফর করা উচিত নয় আমাদের?

মুস্তফা কামাল : এতদিন ভারত সফর করতে পারিনি বলে কাউকে দোষারোপ করব না। ভারতীয় বোর্ডের কর্মকর্তারা ভীষণ আগ্রহী। তাদের বোর্ড সভাপতি শ্রীনিবাসনও আগ্রহী। তিনি জানিয়েছেন, তাদের বোর্ডে বিষয়টি তুলবেন। আইপিএল, ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্তসূচির মাঝেও ভারত স্লট খুঁজছে। আমার আগে যারা ছিলেন, তারা হয়তো ভারত সফরের বিষয়ে ততটা সিরিয়াস ছিলেন না। বোর্ডের কোষাগার বাড়াতে ঘরের মাটিতেই সিরিজ খেলতে চাইতেন। ভারতের বিপক্ষে ঘরের মাটিতে খেললে আর্থিকভাবে লাভবান হব। আমি মনে করি এটা দোষের ভাবনা ছিল না।

পাকিস্তানের নিরাপত্তা অবস্থা দেখে এসেছেন। তাদের নিরাপত্তা অবস্থা কি ভালো মনে হয়েছে? আইসিসি কিন্তু মনে করছে পাকিস্তান এখনো নিরাপদ নয়। এমতাবস্থায় বাংলাদেশ কি পাকিস্তান সফর করবে?

মুস্তফা কামাল : আমরা তাদের নিরাপত্তা ব্যবস্থা দেখে এসেছি। আইসিসি ভুল বলেনি। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আইসিসির উচিত একটি টেকনিক্যাল দল পাঠানো। তারা নিরাপত্তার বিষয়টি চাক্ষুষ দেখে আসুক। অবকাঠামো, নিরাপত্তা পরিকল্পনা ও পাকিস্তান সরকারের সক্ষমতা দেখে আসুক। আমি মনে করি বাংলাদেশের পাকিস্তান সফর না হওয়ার কোনো কারণ নেই। হয়তো দিন কয়েক পিছিয়ে যাবে। বাংলাদেশের ক্রীড়াপ্রেমী সরকার এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না।

গত ১ মার্চ বিসিবির এজিএমে সংশোধিত গঠনতন্ত্র-২০০৮'র সংশোধন করা হয়েছে। সংশোধিত গঠনতন্ত্র-২০১২'-তে ১৫ ক্রিকেটার এবং ক্রিকেটারদের সংগঠন কোয়াবের ভোটাধিকার বাতিল করা হয়েছে। এটা কি ক্রিকেটের স্বার্থপরিপন্থী নয়?

মুস্তফা কামাল : যে গঠনতন্ত্র অনুসরণ করে ক্রিকেট বোর্ড চলছে, তা দীর্ঘ সময়ের উন্নতিতে সহায়ক নয়। বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী সব কাজই করে স্ট্যান্ডিং কমিটি। কমিটিগুলোর প্রধান একজন বোর্ড পরিচালক। পরিচালকদের উচিত সিদ্ধান্ত দেওয়া এবং নেওয়া। বাস্তবায়ন নয়। বাস্তবায়ন করবেন এঙ্িিকউটিভরা সিইও'র অধীনে। বোর্ডে স্ট্যান্ডিং কমিটি কাজ করে বলে সিইও'র কোনো কাজ নেই। তাহলে সিইও থেকে কী লাভ? ক্রিকেটারদের বিষয়টি নিয়ে আলোচনা করেছি। যত বেশিমাত্রায় ক্রিকেটাররা থাকবেন, ক্রিকেটেরই তত বেশি লাভ। আমি ১৫ জন নয়, আরও বেশি ক্রিকেটারদের সম্পৃক্ত করতে চেয়েছিলাম। কিন্তু এজিএম ও ইজিএমে সন্সানিত কাউন্সিলরদের ভোটাভুটিতে হেরে গেলাম। (ahhaaaa re!! chu chu) তবে সরকারের উচ্চমহলে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। আমি বিশ্বাস করি, ক্রিকেটের স্বার্থে গঠনতন্ত্র ঠিক করা হবে এবং তা করা বাঞ্ছনীয়ও।

পাকিস্তান সফর যদি না হয়, তাহলে সহসা বাংলাদেশের কোনো সিরিজ নেই। ক্রিকেটারদের এই সফলতা ধরে রাখতে ক্রিকেট বোর্ডের কি বাড়তি পরিকল্পনা রয়েছে?

মুস্তফা কামাল : আমরাও চিন্তিত। তবে আমরা এক-দুটি ট্রাই নেশন টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করছি। দুবাইয়ে আফগানিস্তানকে নিয়ে একটি তিন জাতির টুর্নামেন্ট হতে পারে। এ ছাড়া আমরা এপ্রিলের মাঝামাঝি সময়ে চারটি ব্যাংক ও দুটি করপোরেট হাউজ নিয়ে একটি চার দিনের টুর্নামেন্ট আয়োজন করা চেষ্টা করছি। আমরা চাইছি ক্রিকেটাররা মাঠে থাকুক।
__________________
Bangladesh's Win (agt any team) = 100% Joy
India's Loss (agt any team) = 100% Joy
So, only opportunity for me to double my joy is when Bangladesh BEATs India!!!

Last edited by Navo; April 1, 2012 at 07:57 AM.. Reason: Made the font a little easier to read
Reply With Quote