View Single Post
  #1  
Old January 12, 2011, 04:07 PM
skhondoker skhondoker is offline
First Class Cricketer
 
Join Date: June 18, 2005
Location: Boston, MA
Favorite Player: Shakib and Mash
Posts: 410
Default I think Lotus made a right cry here!!

প্রধানমন্ত্রীর কাছে নতুন স্টেডিয়াম দাবি বিসিবি সভাপতির
২০১৪ টি২০ বিশ্বকাপের স্বাগতিক বাংলাদেশ
স্পোর্টস রিপোর্টার ॥ 'বাংলাদেশে অনেক খেলাই রয়েছে। তবে বিশেষ করে ক্রিকেট খেলার জনপ্রিয়তাই অন্যরকম। বিশ্বকাপের উত্তাপই তার প্রমাণ বহন করে। বিশ্বকাপে সবাইকে একত্রিত করার পরিকল্পনা করেছিলাম। তা সফল হলেই সার্থকতা। তবে এই রকম আসরকে আরও সাফল্য করতে প্রয়োজন একটি বড় স্টেডিয়াম। যেখানে ৭০-৮০ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেই অনুরোধই করেছি আমি। বলেছি, একটি ক্রিকেট স্টেডিয়াম বানিয়ে দেন।'-গতকাল বুধবার নগরী শোভাবর্ধনে হোটেল সোনারগাঁওয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে বিসিবির চুক্তি সম্পন্ন হওয়ার আগে এই তথ্য দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল) এমপি।
টিকেট নিয়ে কতই না জলঘোলা হয়েছে। তুঘলকি কা-ও ঘটেছে। বিশ্বকাপ হবে দেশের মাটিতে। অথচ অধিকাংশ ক্রিকেটপ্রেমীর স্বাদই পূরণ করা যাচ্ছে না। মাঠে বসে ক্রিকেট খেলা দেখতে পারছে না বেশিরভাগ দর্শকই। তা করা যায়নি মূলত স্টেডিয়ামে আসন সংখ্যা কম থাকায়। এমনটি থাকলে ভবিষ্যতেও এরকম দুর্ভোগের মধ্যেই পড়তে হবে। তা জানেন বিসিবি সভাপতি। এইজন্য প্রয়োজন আরেকটি বিশাল আকারের স্টেডিয়াম। যেখানে দর্শক ধারণ ৰমতা বেশি থাকবে। একসঙ্গে অনেকেই খেলা দেখবে। বিশ্বকাপের পর দেশের মাটিতে দুটি বড় আসর রয়েছে। ২০১২ সালে এশিয়া কাপ হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১ থেকে ১২ মার্চ অনুষ্ঠিত হবে এশিয়ার বিশ্বকাপখ্যাত এই আসর। ২০০০ সালেও বাংলাদেশ এশিয়া কাপ আয়োজন করেছে। তবে ধীরে ধীরে ক্রিকেটের প্রতি সাধারণের আগ্রহ, আবেগ আরও বেড়েই চলেছে। সেই চাহিদা মেটাতে আরও বেশি আসনের স্টেডিয়াম লাগবে। এশিয়া কাপ শেষে ২০১৪ সালে কেবল বাংলাদেশ একাই আয়োজন করবে আইসিসি টি২০ বিশ্বকাপ। সেই আসরের সিডিউল এখনও চূড়ানত্ম নয়। তবে দেশের প্রতিটি ক্রিকেট স্টেডিয়ামেই খেলা পরিচালনা করতে হবে। কারণ আসন্ন বিশ্বকাপের মতো সহআয়োজক নয় বাংলাদেশ। টি২০ বিশ্বকাপ একাই আয়োজন করবে দেশ। এইজন্য দেশে একাধিক স্টেডিয়াম রয়েছে। কিন্তু বেশি আসন সংখ্যার স্টেডিয়াম প্রয়োজন। সেটি কঙ্বাজারে হলে সবচেয়ে ভাল হবে। খেলা দেখার সঙ্গে পর্যটকদের বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের সঙ্গেও পরিচিত করানো যাবে। দেশের পর্যটন শিল্পেরও প্রসার ঘটবে। এমনই ভাবনা মোসত্মফা কামালের। দেশের ক্রিকেটকে আরও প্রসারিত করতে এবং দেশের সম্পদকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাই একটি বড় স্টেডিয়াম এবং সেটি কঙ্বাজারে হলে ভাল এমন অনুরোধই করেছেন বিসিবি সভাপতি, 'বিশ্বকাপ দিয়েই বুঝেছি, দেশে আরও স্টেডিয়াম প্রয়োজন। তাহলে যারা হতাশ হয়েছেন তাদের অনেকের মন ভরানো যেত। কিন্তু আসন সংখ্যা কম থাকায় তা সম্ভব হয়নি। সামনে একাধিক গুরম্নত্বপূর্ণ আসর রয়েছে। আছে এশিয়া কাপ। ২০১৪ সালে টি২০ বিশ্বকাপ আয়োজন করতে হবে। তখন প্রতিটি দেশ এসে খেলবে এখানে। এই জন্য অবশ্যই একটি স্টেডিয়াম প্রয়োজন। যেখানে আসন সংখ্যা আরও বেশি থাকবে। তাহলে আয়োজনও আরও সমৃদ্ধ হবে। এখানে আসার আগে (হোটেল সোনারগাঁও) প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তার কাছে একটি স্টেডিয়াম বানিয়ে দেয়ার অনুরোধ করেছি। বলেছি কঙ্বাজারে হলে বেশি সুবিধা হবে। জানি প্রধানমন্ত্রী হতাশ করবেন না। খেলার প্রতি তাঁর আলাদা আবেগ জড়িত। তিনি খেলা পছন্দ করেন। ক্রিকেটকে এগিয়ে নিতে যা প্রয়োজন সর্বৰণিক তাঁর সহযোগিতা পেয়েছি। এবার একটি স্টেডিয়াম হলেই হয়। সামনের আসরগুলো আরও ভাল করে সম্পাদন করা যাবে।'

source: http://www.dailyjanakantha.com/news_...01-13&ni=45539
Reply With Quote