View Single Post
  #21  
Old October 6, 2011, 09:45 AM
zinatf's Avatar
zinatf zinatf is offline
Cricket Legend
 
Join Date: August 1, 2011
Location: Melbourne, Australia
Favorite Player: Shakib,Sangakkara,Lee
Posts: 4,675

Quote:
Originally Posted by nakedzero
সৌরাষ্ট্রকে ৬১ রানে হারিয়ে ভারত সফরে শুভ সূচনা করেছে মেয়েদের ক্রিকেট দল।

বৃহস্পতিবার রাজকোটের আরএমসি ক্রিকেট মাঠে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৪ রান করে বাংলাদেশ। জবাবে ৯ উইকেটে ১৪৩ রানে থেমে যায় সৌরাষ্ট্রের ইনিংস।

দিনের প্রথম ওভারেই কৃষ্ণা ফিরিয়ে দেন শুকতারা রহমানকে। বাংলাদেশের রান তখন মাত্র ১। শুরুর ধাক্কা সামলে শারমিন আখতার ও রুমানা আহমেদ গড়ে তোলেন ১১৭ রানের বড় জুটি। ৭ টি চারের সাহায্যে রুমানা করেন ৬৭ রান। শারমিনের ব্যাট থেকে আসে ৩৪।

৯ রানের ব্যবধানে দুজন ফিরে গেলেও থেমে থাকেনি বাংলাদেশের রানের চাকা। ফারজানা (১৭), সালমা (৩০) ও সানজিদার (২৩) ছোট্ট কিন্তু কার্যকরী ইনিংসগুলো বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিল বাংলাদেশকে। তবে তিন জনই রান আউট হয়ে যান। তাই ২০৪ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র উদ্বোধনী জুটিতে পেয়ে যায় ৪৯ রান। জুটিটা ভাঙ্গেন খাদিজা। এরপর সালমা ও শুকতারার দারুণ বোলিংয়ে ৯৬ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়ে সৌরাষ্ট্র।

বাংলাদেশের সেরা বোলার অধিনায়ক সালমা খাতুন। ১০ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। শুকতারা ও রুমানা নিয়েছেন দুটি করে উইকেট।



SOURCE
BRAVO!! Proud of them
Reply With Quote