View Single Post
  #17  
Old September 8, 2019, 02:13 PM
ToBeFair's Avatar
ToBeFair ToBeFair is offline
Cricket Legend
 
Join Date: February 8, 2018
Posts: 2,706

Selected comments from PA

Quote:
Sohel S.parvez
সাংবাদিকদের চাপাবাজির চোটে বাংলাদেশ দলের এই অবস্থা। দুই চারবার কম চাপা মারেন।

নাম প্রকাশে অনিচ্ছুক
অনেক গলদ। সবই আমরা জানি। সমাধান কি তাও জানি। কিন্তু কেউ সমাধানের পথে হাটবে না। রিপোর্টটা পরে একটা কথাই মনে আসছে। ১৯ বছরের অভিজ্ঞতা কিন্তু খেলোয়াড়দের না। কিন্তু ১৯ বছরের অভিজ্ঞতা কিন্তু আমাদের ক্রিকেট বোর্ডের আছে। সুতরাং ১৯ বছরের অভিজ্ঞতা কে কাজে লাগাতে পারছে না সেটা পরিষ্কার। খেলোয়াড়রা হুকুমের চাকর। বোর্ড যদি বাধ্য করে খেলতে সে খেলবে। কিন্তু সেই সংস্কৃতি তৈরি করার দায়িত্ব কিন্তু খেলোয়াড়দের না। বোর্ডের।

যাই হোক। সমাধান যে হবে না আমরা জানি। এখন কিছুদিন ব্যস্ত থাকা যাক রশিদ খান কত ,..,.,সেই বিশ্লেষণ নিয়ে।

রাহাত
বাংলাদেশ ও প্রথম বিশ্বকে পাকিস্তানকে হারিয়েছিল। সেটা মনে হয় এই লেখক ভুলেই গেছে। প্রথম বিশ্বকাপ খেলতে যেয়ে যদি পাকিস্তানের মতো দলকে হারাতে। তাহলে আফগানিস্তান কেন বাংলাদেশ কে হারাতে পারবে না। খেলায় হার জিত থাকবেই। এসব ফালতু লেখা না লিখলেও পারতেন।
এই সময় বাংলাদেশ ক্রিকেট টিম এর পাশে থাকায় প্রধান কাজ।

মোবারাক সরকার
আর কিছু শিখুক বা না শিখুক অজুহাত আর ডায়ালগটা ভালোই শিখেছে। বাংলাদেশ দল তো টেস্ট জিততে জিততে বোরিং হয়ে গেছে তাই তাদের আর জেতার রোমাঞ্চ নাই।
ওদের খেলা দেখে আর ডায়ালগ শুনে ইচ্ছা করে স্টাম্প দিয়ে বারি মেরে নিজের মাথা নিজেই ফাটায়া ফেলি।

Adib
আফগানদের বিপক্ষে আমাদের বাংলাদেশী খেলোয়াড়েরা পারে না কেন সেটা বোঝার জন্য মাত্র ১৭ জন সৈন্য নিয়ে বখতিয়ার খিলজীর বাংলা জয়ের কাহিনী পড়াই যথেষ্ট।

নাম প্রকাশে অনিচ্ছুক
খেলোয়াড়রা কিছু শিখুক আর না শিখুক,সমর্থক রা অনেক কিছু শিখেছে।

msIqbal
একটা জিনিস খুব ভালো শিখেছে! সেটা হলো প্রতিটা পরাজয়ের পিছনে কি করে 'হাস্যকর অজুহাত' দাঁড় করানো যায়!

Shahin Alam
কি আর শিখছে! আবহাওয়া,পিচ,কন্ডিশ ন,দেশের বাইরে দেশের ভিতরে এসব করে আর কতদিন?ভালো খেলতে পারলে সব জায়গায় ই খেলা যায়
যে অবস্থা তাতে ভালো মানের দল হতে এখনো ঢের বাকি আছে

SHOKUNI
আপনারা, মানে বাংলাদেশের সাংবাদিকরা, কেন অবাক হচ্ছেন বুঝতে পারছিনা। আপনারাই তো প্লেয়ারদের আকাশে তুলে ফ্যানদের আশা বাড়িয়েছেন ... কত কাব্যই না লেখেন জিম্বাবুয়ে / আয়ারল্যান্ডের মতন ছোট দলের সাথে একটা জয় এলে, তখন মনে থাকে না ওই সব পারফরম্যান্সের কোন দামই নেই?

Salman Siad Parag
বিলাইকে বাঘ বলিলে যাহা হয় তাহাই হইল

Rawnak Mustafa
নবীন আফগানদের কাছে দেশের মাটিতে এই বড় পরাজয় বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে খারাপ একটা দিন। যুদ্ধাক্রান্ত একটা দেশ যারা কি না নিজেদের দেশের মাটিতে খেলতে পারে না, নেই তেমন কোন ইনফ্রাস্ট্রাকচার ; তারা কি না সব ধরনের সুযোগ সুবিধা প্রাপ্ত একটা দলকে তাদেরই মাটিতে বলে কয়ে হারাচ্ছে!

গত ১৯ বছরে একটা জেনুইন পেসারও বের করা গেল না যার বলে কি না প্রতিপক্ষের ব্যাটস্‌ম্যানেরা খাবি খাবে। এমন কোন লেগ স্পিনারও বের হল না যেখানে এই আফগান দলে তিন তিন জন!! ওরা বের করে আনে কিভাবে আর আমরা কেন পারলাম না ?

এই টেস্টে বাংলাদেশ দলের বোলারদের খুব সাবলীলভাবে মোকাবেলা করেছে আফগানরা। পক্ষান্তের রশিদ, নবী, কায়েসদের প্রতিটা বলে আউট হবার মত ব্যাট চালিয়ে গেছে সাকিবেরা।

১ম ইনিংসে শেষ ব্যাটস্‌ম্যান নাইমুল যেভাবে আউট হল স্পিন বলে আসলে সেটা বাংলাদেশ দলের ব্যাটিং যোগ্যতা ও স্পিন বোলিং মোকাবেলা যোগ্যতাকেই তুলে ধরেছে।

এত আজে বাজে রিয়েলিটি শো হয় যে দেশে সেখানে পেস বোলার ও লেগ স্পিনার বের করে আনার রিয়েলিটি শো করা যায় না? আখেরে তাতে তো দেশেরই লাভ হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক
The most overrated cricket team of the world.

yahya munna
শিখেছে তো অনেক কিছুই, কিভাবে সহজে হারতে হয়, এটা কি কম বড় শিক্ষা??? ইশ!!! ইচ্ছে করছে নিজের চুল চিড়ি!

Abdul
সাকিব টেস্টের চেয়ে ওয়ানডে টি২০ খেলতে আগ্রহী কারন এতে টাকাও বেশি আবার কষ্ট। এজন্য ও অধিনায়ক হতে চায়নি। অধিনায়ক করে জোড় করে খেলানো হচ্ছে।


Raihan
অহংকারী বাংলাদেশি খেলোয়ারগুলু গত ২০ বছরে যা শিখতে পারেনি আফগানরা মাত্র ২ বছরে তা ভালোভাবে শিখতে পেরেছে! অগ্রিম অভিনন্দন টিম আফগান!

Enamul Hafiz Latifee
সাকিব নিজেই বলেছিলেন যে তিনি দলের অধিনায়ক হিসেবে মানসিকভাবে প্রস্তুত নন, এটার খুব ভাল প্রভাব বাংলাদেশ দলের উপর পড়ছে। ২ জন পেসার কেনো নেয়া হলো না, সেটা একটা ধাঁধা হয়ে রয়ে গেলো। আর বাংলাদেশের ব্যাটিং এতোটা বাজে হয়ে গিয়েছে যে তা দেখতে গেলে চোখের শান্তিটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। যদি নিজের দেশের ক্রিকেট দল না হতো, আমার মনে হয় না, তাহলে এই দলের খবর আর কেউ রাখতো!

Md Younos
এ দলটার আছেটা কি?
পেসারদের ১৪০ গতি নেই, বলে সুইং নেই, লাইন লেন্থ নেই, রিষ্ট স্পিনার নেই, শর্ট ও স্লিপে ক্যাচ ধরার ফিল্ডার নেই, ব্যাটসম্যানদের একা ম্যাচ টানার ও বাউন্স খেলার ক্ষমতা নেই, টেষ্টে ধৈর্য নেই, ম্যাচ ফিনিসার নেই, টি-২০ তে পাওয়ার হিটার নেই।
আসলেই এই দলটার আছেটা কি?

নাম প্রকাশে অনিচ্ছুক
বাংলাদেশের খেলা বলতে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, এবং বড়জোর শ্রীলংকার সাথে। তাও সাফল্য বলতে ঘরের মাঠের ঘূর্ণি ট্র্যাক।
এর বাইরে কিছুই না। এটাই বাস্তবতা।

অনুস্বার ভাস্বর
নান্নু, আকরাম, বাশার এবং পাপন বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে দিলো। এটা খুব ভয়ংকর পরিস্থিতি। এদের উচিত নিজ থেকে সরে দাঁড়ানো।

Nasim
ঘরের ছেলে ঘরে ফিরে আয়। বাইরে শুধু শুধু বদনাম। এসে লুডো খেল।

এন নূর
এই একই আফগানদের ভারত ইনিংস+২০০ রানের ব্যবধানে হারিয়েছে। হয়ত আফগানরা ভাল খেলে না। হয়ত আমরাই খারাপ খেলি? এই কথাটা কি মিরাজকে যারা পাঠিয়েছে তাদের মাথায় ঢুকে না? সৌম্য মিরাজ সাব্বির মিথুন এসব অযোগ্য খেলোয়াড়ে ভরপুর জাতীয়দল তাও তারা খেলে যাচ্ছে। নির্বাচক ভাইরা একটু চিন্তা করে দেখেন তো সাকিব তামিমরা বিদায় নিলে এসবই খেলোয়াড় দিয়ে কি আপনারা দল চালাতে পারবেন?
__________________
Self-respect is the fruit of discipline; the sense of dignity grows with the ability to say no to oneself- AJH| Don’t disrespect your life by living aimlessly – set goals and work hard to attain them.
Reply With Quote