View Single Post
  #1  
Old January 10, 2014, 04:14 AM
boka boka is offline
First Class Cricketer
 
Join Date: February 19, 2005
Posts: 381
Default ভিষণ অমানবিক


আজ একটা খবর পড়ে ভিষণ মন খারাপ হলো....
কান্ডজ্ঞান কি সবকিছু থেকেই ঝরে পরছে না-কি ??!!!

খেলোয়াড়দের সবাইতো আর জাতীয় দলে খেলবে না বা সবসময় খেলার সুযোগও পাবে না......
কিন্ত্ত যারা একেই পেশা হিসাবে নিয়েছে তারা যদি বয়স ৪০ পেরোনোর আগেই দেশের প্রথম শ্রেণীর খেলা থেকে শুধুমাত্র বয়েসের অযুহাতে বাদ পরে তো তারা যাবে কোথায় ?

খেলোয়াড়রা তো আর আমাদের রাজনীতিবীদদের মতো একবার জাতীয়দলে খেলার সুযোগ পেয়েই ২০ বিঘা জমিকে ২০০০ বিঘা করে ফেলতে পারে না

আমি চাইবো আপনি যেই হোন না কেন দয়াকরে বিসিবি এর পেশাদার খেলোয়াড় হতে বাধা দিচ্ছে এই রকম উজবুক পরিকল্পনার প্রতিবাদ করুন

রাজিন সালেহকে বিসিএল খেলার সুযোগ দিতে যা করা আপনার সামর্থ্যে সম্ভব তার সবটুকুই করুন ।

প্রথম শ্রেনীর ক্রিকেটে রাজিন সালেহ ৩৫ গড়েরর মাত্র ৩০ বছর বয়সী একজন খেলোয়াড়
আমাদের প্রথম শ্রেণীর ক্রিকেট এ নূন্যতম ৫০টা খেলার পরও ব্যটিং গড়টাকে ৩৫ এ ধরে রাখতে কয়জন পারছে বা পেরেছে ??

ক্রিকেটকে পেশা হিসাবে নেয়া খেলোয়াড়দের রক্ষা করতে আমরা সবাই সচেষ্ট হই.......



তথ্য সূত্র
__________________
Abar jombay mela ...
Reply With Quote