View Single Post
  #2  
Old January 17, 2010, 04:43 PM
Eshen's Avatar
Eshen Eshen is offline
Cricket Guru
 
Join Date: August 27, 2007
Posts: 14,497

‘জেতার আশা আমাদেরও আছে’

গত জুলাইয়ে সর্বশেষ টেস্টটিতেও দলে ছিলেন। কিন্তু এরপর বাংলাদেশ ১৭টি ওয়ানডে খেললেও একটিতেও খেলার সুযোগ হয়নি তাঁর। শাহাদাত হোসেনের জন্য কাল তাই ছিল একরকম দলে ফেরাই। ঢাকায় ত্রিদেশীয় সিরিজের সময়ই প্রথম আলোকে বলেছিলেন, ‘সুযোগ পেলে প্রমাণ করে দেব নিজের সামর্থ্য।’ কাল সেটা প্রমাণ করার পর এই পেসারের কণ্ঠে ছিল তৃপ্তি আর আরও ভালো করার প্রতিজ্ঞা...

 আপনার জন্য তো এটা একরকম ফেরাই। কেমন লাগছে?
শাহাদাত হোসেন: তা বলতে পারেন। ভালো তো লাগছেই, দলের বাইরে থাকতে কারই বা ভালো লাগে...।
 জেমি সিডন্স তো টেস্টে সব সময়ই আপনাকে সবার আগে দলে চান। কোচ কী বললেন?
শাহাদাত: অনেক উত্সাহ দিয়েছেন। বলেছেন নিজের সেরাটা দিতে। চম্পকাসহ দলের অন্যরাও সাহায্য করেছে। বিশেষ করে আমি আশরাফুল ভাইয়ের কথা বলব। আমাকে অনেক উত্সাহ, পরামর্শ দিয়েছেন। অভিভাবকের মতো আমাকে গাইড করেছেন।
 অল্পের জন্য তো ৫ উইকেট হলো না...
শাহাদাত: হতে পারত, কিন্তু হলো না। সমস্যা নেই, কপালে থাকলে আমি হয়তো কালই (আজ) ৫ উইকেট পেয়ে যাব।
 দুটো ক্যাচ না পড়লে আজকেই (গতকাল) ৫ উইকেট হয়ে যেত। হতাশ লাগছে না?
শাহাদাত: না, হতাশার কী আছে। ক্যাচ মিস খেলারই অংশ, আমারও মিস হতে পারত। ওরা ধরতে চেষ্টা করেছে, পারেনি। হতাশা নেই। তবে টেন্ডুলকারের ক্যাচটা মিস হওয়ায় একটু খারাপ লাগছে। ওর উইকেটটা পেতে চেয়েছিলাম।
 মানে, আগে থাকতেই টার্গেট করেছিলেন টেন্ডুলকারকে?
শাহাদাত: সে রকমই বলতে পারেন। অত বড় ব্যাটসম্যান। বাংলাদেশের সঙ্গে আর সিরিজ খেলবে কি না, সেটার তো ঠিক নেই। হয়তো এটাই শেষ সুযোগ ওর উইকেট নেওয়ার। তবে ভাগ্যে থাকলে আরও ভালো বোলিং করলে কালকেও (আজ) ওর উইকেট পেতে পারি।
 এজন্যই কি মিস করার পর ওভাবে উইকেটে বসে পড়েছিলেন?
শাহাদত: ও-রকম তো হয়েই থাকে। মাঠে বোলিং করার সময় সাময়িক উত্তেজনা থাকেই। তবে আফসোস নেই।
 কিছুদিন আগে ‘প্রথম আলো’কেই বলেছিলেন, সুযোগ পেলে প্রমাণ করবেন। তো একটা জেদ নিশ্চয়ই ছিল?
শাহাদাত: আমার আত্মবিশ্বাস ছিল, আমি ভালো করব। ঠিক জেদ না, তবে বাড়তি একটা তাগিদ ছিল।
 শেবাগের কথা কি আপনাদের একটুও তাতিয়ে দেয়নি?
শাহাদাত: এক ধরনের জেদ তো ছিলই। তবে আমরা আসলে ওভাবে এটা নিয়ে কথাই বলিনি। শুধু নিজেরা আলোচনা করেছি, আমরা নিজেদের কাজটা ঠিকঠাকমতো করব। তারপর যা হওয়ার হবে। আর যে যতই বলুক, কথায় আছে না, সময়েই সবকিছু প্রমাণিত হয়, সেটাই হয়েছে।
 নিজেরও কি মনে হয়নি, শেবাগের উইকেটটা নিতে হবে?
শাহাদাত: শেবাগের উইকেট কে না পেতে চায়! তবে আমি জানতাম শেবাগকে আমরা আউট করতে পারবই। ওকে আউট করার মতো বোলার আমাদের আছে, আমি আছি, সাকিবের মতো স্পিনার আছে। সাকিবই তো আউট করল। আর আমি ওকে আউট করব ভেবে বাড়তি কোনো চাপ নিইনি, কারণ জানতাম, মাথা গরম করলে আমারই ক্ষতি।
 কী মনে হয়, ভারতকে হারানো সম্ভব?
শাহাদত: সবকিছুই এখন নির্ভর করছে আমাদের ব্যাটসম্যানদের ওপর। আমাদের তামিম, সাকিবদের মতো ব্যাটসম্যান আছে। ওদের ওপর আমাদের আস্থা আছে। ওরা যদি ভালো করে, তাহলে যেকোনো কিছুই সম্ভব। এক দিন মাত্র গেল, এখনই কিছু বলা যায় না। তবে জেতার আশা আমাদেরও আছে।


http://prothom-alo.com/detail/date/2...-18/news/35795
Reply With Quote