View Single Post
  #11  
Old December 27, 2010, 02:29 PM
roman's Avatar
roman roman is offline
Cricket Guru
BPL 2015 Fantasy Winner
 
Join Date: July 18, 2004
Location: New York
Favorite Player: Shakib, Tamim, Mash
Posts: 14,088

খোঁজ নিয়ে জানা গেল—বিসিবির কালকের বৈঠকে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নামটা চূড়ান্ত হয়ে গেছে। সহ-অধিনায়ক হিসেবে তামিম ইকবাল ও মুশফিক রহিম—কেবল এই দুটো নামই ছিল তালিকায়। এ সংক্ষিপ্ত তালিকা থেকে একজনের নাম বেছে নেয়াটা তেমন কষ্টকর কিছু ছিল না। কিন্তু হঠাত্ করে বোর্ডের এই পদস্থ কর্মকর্তার মনে হলো—অধিনায়ক হিসেবে সাকিবের নামটা এখনই ঘোষণা করা হলে তিনি বিশ্বকাপের জন্য ১৫ জনের খেলোয়াড় নির্বাচনেও নিজের অধিকার প্রতিষ্ঠা করতে চাইতে পারেন। তাই আগে বিশ্বকাপের দল ঘোষণার পর অধিনায়ক ঘোষণা করা হলে অন্যরকম একটা জটিলতা থেকে মুক্তি মিলতে পারে!
তাছাড়া আরেকটি জটিলতা আছে, সাকিব অধিনায়ক এবং তামিম সহ-অধিনায়ক—এই সমীকরণটা ভালো দেখালেও দুজনেই যে আবার একই ক্লাবে খেলছেন! মতিঝিলের ‘পাওয়ার’ যে তাহলে বেড়ে যাবে ভাই। ধানমন্ডি তাই শঙ্কায়। আগেভাগে জানিয়েও তাই অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ার সেটাও একটা বড় কারণ! http://www.amardeshonline.com/pages/...10/12/28/60185


BCB
Reply With Quote