View Single Post
  #1  
Old June 26, 2011, 04:19 PM
Rinathq's Avatar
Rinathq Rinathq is offline
Moderator
 
Join Date: January 1, 2010
Location: Alberta, Canada
Favorite Player: Mash, Riyad, Tamim
Posts: 6,741
Default Stuart Law, our next head coach! Its official now!

আগেভাগে কোচের নাম বলে কম ঝামেলা পোহাতে হয়নি। তাই এবার বাড়তি সতর্কতা। বিসিবি সভাপতি থেকে শুরু করে সবার মুখেই তালা—আনুষ্ঠানিক ঘোষণার আগে নাম বলা হবে না কোচের। প্রতিদিনের মতো কালও শোনা গেল, সেই আনুষ্ঠানিক ঘোষণা হবে ‘আজকালের’ মধ্যেই।
কিন্তু গোপন কথা গোপন থাকে না। গত ৪ জুনের বোর্ড সভা থেকেই খবর বেরিয়ে যায়, বাংলাদেশ স্টুয়ার্ট ল-এর অপেক্ষায়। কথাবার্তা এগিয়ে গেছে অনেকটাই। অস্ট্রেলিয়ান এই কোচই যে জেমি সিডন্সের উত্তরসূরি হচ্ছেন, সেটি তখন থেকেই ‘ওপেন সিক্রেট’।
গত কয়েক দিন ধরে মুঠোফোন বার্তায় শ্রীলঙ্কা দলের ভারপ্রাপ্ত কোচ হিসেবে ইংল্যান্ড সফররত ল-র সঙ্গে যোগাযোগ হচ্ছিল প্রথম আলোর। বার্তা বিনিময়ের একপর্যায়ে গতকাল এই প্রতিবেদকের কাছে বাংলাদেশ দলের কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করলেন স্টুয়ার্ট ল। জানিয়েছেন, যুক্তরাজ্য সফরের পরই বিদায় জানাচ্ছেন শ্রীলঙ্কান ক্রিকেটকে। সাকিব আল হাসানের দলের সঙ্গে যোগ দেবেন জিম্বাবুয়ে সফর শুরুর আগেই।
কিন্তু আনুষ্ঠানিক ঘোষণার আগে খবরটা পত্রিকায় ছাপা হয়ে গেলে সমস্যা নেই তো? মুঠোফোন বার্তায় ল জানালেন, এখন তাঁকে উদ্ধৃত করেই লেখা যায় এই খবর। এরপর টেলিফোনে দিলেন দীর্ঘ সাক্ষাৎকার। অস্ট্রেলিয়ার হয়ে ১টি টেস্ট ও ৫৪টি ওয়ানডে খেলা সাবেক এই ক্রিকেটার বলেছেন, বাংলাদেশের কোচ হওয়ার ব্যাপারে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। কোচ হিসেবে তাঁর প্রধান লক্ষ্য হবে টেস্ট-ওয়ানডে দুটি র‌্যাঙ্কিংয়েই বাংলাদেশ দলকে আরও ওপরে তোলা।
http://www.prothom-alo.com/detail/da...27/news/165612

Forget who we wanted, who would have been better. Its Law now! Lets welcome him!
Inshallah Stuart will take our cricket to the next level
Reply With Quote