View Single Post
  #24  
Old September 25, 2011, 01:04 PM
nakedzero's Avatar
nakedzero nakedzero is offline
Cricket Legend
 
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
Default ক্রিকেটারদের নিয়ে বিসিবির সভা

আচরণবিধি সম্পর্কিত আলোচনার জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া সিরিজের প্রাথমিক দলে ডাক পাওয়া ২৩ ক্রিকেটারকে নিয়ে সভা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঁচ পরিচালক।

রোববার দুপুর ১২টার পর বাংলাদেশ লাল দলের অনুশীলন শেষে বিসিবির সভা কক্ষে ওই সভা হয়।

তবে সভা নিয়ে বেশ রাখ ঢাক ছিল বিসিবির। কেন এতো গোপনীয়তা তা খুঁজতে গিয়ে জানা গেছে সম্প্রতি জাতীয় দলের এক ক্রিকেটার আচরণবিধি ভঙ্গ করেছেন। পরে সংবাদ মাধ্যমের সামনে কিভাবে কথা বলতে হবে তা নিয়ে আলোচনার জন্যই এই গোপন সভার আয়োজন করতে বাধ্য হয় বিসিবি।

সভা চলায় বাংলাদেশ সবুজ দলের অনুশীলনের জন্য নির্ধারিত সময়ে একাডেমি ভবনের মাঠে প্রায় একাই বসেছিলেন দলের কোচ সারোয়ার ইমরান।

ঘটনা হচ্ছে, মোহাম্মদ আশরাফুল শনিবার সংবাদ মাধ্যমের সামনে মুশফিকুর রহিমের অধিনায়কত্ব প্রসঙ্গে বলেন, "বিসিবি কাপের ফাইনালে নতুন অধিনায়ক মুশফিকুর রহিমকে দর্শক সমর্থন দেয়নি। তাই তাকে সকলের সমর্থন দেয়া উচিত।"

এই মন্তব্যের একদিন পরই চুক্তিবদ্ধ ক্রিকেটারদেরকে তলব করা হয়। সভায় উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ, মিডিয়া ও কমিউনিকেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, পরিচালক দেওয়ান সফিউল আরেফিন টুটুল, সিরাজউদ্দিন মো. আলমগীর ও আমিনুল হক মনি।

দুপুর দেড়টায় এক পরিচালক বাইরে এলে তার কাছ থেকে জানা যায়, ক্রিকেটাররা প্রায়ই আচরণবিধি মানছেন না। অনেকেই মিডিয়ার সামনে বেফাঁস মন্তব্য করে বসছেন।

চুক্তিবদ্ধ ক্রিকেটারদেরকে নিয়ে হঠাৎ করে বসার কারণ কি এ ব্যাপারে জানতে চাইলে এনায়েত হোসেন সিরাজ ও জালাল ইউনুস প্রথমে বিষয়টি পুরোপুরি এড়িয়ে যাবার চেষ্টা করেন। পরে সিরাজ বলেন, "ব্যাপার তেমন কিছুই না। এমনি ক্রিকেটারদের সঙ্গে আমাদের খুব একটা বসা হয় না, তাই ওদের সঙ্গে বসেছি মাত্র।"

আর জালাল বলেন, "ক্রিকেটারদের সঙ্গে আমাদের তো অনেক দিন হল বসা হয় না। তাছাড়া ক্রিকেটারদের আচরণবিধি, স্পন্সশীপের ক্ষেত্রে আচরণবিধি ও মাঠে আচরণবিধি সব নিয়েই আমরা খোলামেলা আলোচনা করেছি। এছাড়া আর কিছুই নয়।"

বোর্ড পরিচালকরা যতোই ঢেকে রাখার চেষ্টা করেন না কেন, সভায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার বলেছেন, "গোপন সভায় ক্রিকেটারদের আচরণবিধির কথা বেশ ভালোভবেই স্মরণ করিয়ে দেয়া হয়েছে।"



SOURCE
Reply With Quote