View Single Post
  #2  
Old May 13, 2012, 08:51 AM
MSM B2C MSM B2C is offline
Banned
 
Join Date: November 9, 2011
Location: London, UK
Favorite Player: Hashim Amla
Posts: 1,397

Quote:
Originally Posted by AbuDarda
চ্যাম্পিয়ন্স লীগের নিয়মানুযায়ী এতে টেস্ট-খেলুড়ে প্রতিটি দেশের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার শিরোপা জয়ীদের অংশ নেওয়ার কথা। এত দিন বাংলাদেশ থেকে কোনো দল পাঠানো যায়নি। কারণ বাংলাদেশে কোনো আনুষ্ঠানিক টি-টোয়েন্টি প্রতিযোগিতা ছিল না। কিন্তু গত ফেব্রুয়ারিতে এদেশে আয়োজিত হয় কোটি টাকার টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিপিএল। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিতে হলে বাংলাদেশের টি-টোয়েন্টি প্রতিযোগিতার চ্যাম্পিয়নদলটিকে বাছাইপর্বের বাধা ডিঙিয়েই যেতে হবে। অথচ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, শ্রীলঙ্কা,ইংল্যান ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি চ্যাম্পিয়নইকেবল নয়, এই দেশগুলো থেকে একাধিক দলই খেলেছিল চ্যাম্পিয়ন্স লিগের বিগত আসরগুলোতে।
বাংলাদেশের টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়ঢাকা গ্ল্যাডিয়েটরস। সেই হিসাবে তাদেরই চ্যাম্পিয়ন্স লিগে খেলার কথা। তবে ফ্র্যাঞ্চাইজিটি যেন সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারে, সে ব্যাপারে বিসিবি আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
এ ব্যাপারে প্রথম আলো ডটকমকে জালাল ইউনুস বলেন,‘আমাদের দলটিকে বাছাইপর্বখেলে চ্যাম্পিয়ন্স লিগে যেতে হবে বলেই এখনো পর্যন্ত জানি। তবে এ ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন চ্যাম্পিয়ন্স লিগ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।’ তিনি জানান, বিসিবির লক্ষ্য বিপিএল চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরস যেন সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায়।
সুত্রঃ http://www.prothom-alo.com/detail/da...13/news/257459
can you please translate or just give a brief outing. thanks
Reply With Quote