View Single Post
  #5  
Old September 26, 2012, 08:23 PM
Zunaid Zunaid is offline
Administrator
 
Join Date: January 22, 2004
Posts: 22,100

Quote:
Originally Posted by SS
Dr. Z great article and Shakib also concur with you...Great mind things alike

http://www.prothom-alo.com/detail/da...27/news/293001
He know his mind.

The most telling parts:

Quote:
এমন বড় আসরে এসে তো দেশের ক্রিকেটের সামগ্রিক অনেক কিছু আলোচনায় চলে আসে। বিশেষ কিছু কি কখনো মনে হচ্ছে আপনার?

সাকিব: আমার শুধু মনে হয়, আমাদের ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা খুব অভাব। এই যে টিভিতে ইরানি ট্রফি দেখছি, রেস্ট অব ইন্ডিয়ার সব ব্যাটসম্যানই বলতে গেলে সেঞ্চুরি করছে। দলে যারা আছে, তাদের ওপর চাপ তৈরি করছে। আমাদের দেশে ওটা কই? আমাদের বাঁহাতি স্পিনাররা বেশি খাটে, কারণ ওরা জানে দেশে অনেক বাঁহাতি স্পিনার আছে। আমাদের দেশেই যদি আমার মতো আরেকটা প্লেয়ার থাকত যে আমার মতোই পারফর্ম করছে, তখন আমাদের দুজনের পারফরম্যান্সই আরও ভালো হতো। মনোজ তিওয়ারির ঘটনা দেখেন না, সেঞ্চুরি করার পর ১০ ম্যাচ বাইরে বসে থাকল। আমাদের দেশে কেউ সেঞ্চুরি করলে তো নিশ্চিন্তে ম্যাচের পর ম্যাচ খেলে যেত। আপনি যত কিছুই বলেন, ধরে পেটান, এই কম্পিটিশনটা না থাকলে ভেতর থেকে ওই তাগিদটা আসবে না। সাঈদ আজমল সেদিন বলছিল, দুসরা শেখার জন্য টানা চার মাস ও বল করে গেছে, ওর বউ বল ফেরত দিয়ে গেছে। আমাদের দেশে কে এমন করে? সেদিন ও সাকলায়েনের সঙ্গে কথা বলল, দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলায় আমলাকে কীভাবে বল করবে জানতে চেয়ে। আমিও বসে বসে শুনলাম। হরভজন আর অশ্বিনের ঘটনা দেখেন না, অশ্বিন প্রতি ম্যাচেই ভালো করতে চেয়েছে, কারণ ও জানে হরভজন বাইরে বসে আছে। এখন হরভজন ফিরেছে, ওরা দুজনই আরও ভালো খেলবে। আমাদের দেশে এই প্রতিদ্বন্দ্বিতা ার খুব অভাব।

 এটার কারণ কী?
সাকিব: এটা বলতে গেলে অনেক কিছু আসবে। আজ এটুকুই থাক
Reply With Quote