View Single Post
  #134  
Old April 5, 2013, 04:58 PM
Murad's Avatar
Murad Murad is offline
Cricket Sage
 
Join Date: July 30, 2006
Favorite Player: MAM & MBM
Posts: 19,850

 দেশে এখন পেসারদের এত সংকট কেন বলে মনে হয়?

সাজেদুল: আমার কিন্তু মনে হয় না পেসার-সংকট আছে। কিন্তু অভাব হলো পেসারদের যত্নের, দেখাশোনা করার। এই যেমন তালহা, ডলার, রবিনরা (মাহবুবুল আলম) একসময় খেলেছে জাতীয় দলে, তার মানে ওদের প্রতিভা-সামর্থ্য আছে। কিন্তু এখন দেখাশোনা করার কেউ নেই। ওরা অনুশীলনের জায়গাও পায় না। একসময় পেসার হান্ট হতো, রুবেল-শফিউলরা বেরিয়ে এসেছে ওখান থেকে। এখন হয় না। ইমরান স্যারের (সারোয়ার ইমরান) কোচিংয়ে আগে ক্যাম্প হতো। জাতীয় দল থেকে শুরু করে সব পর্যায়ের ১৫-২০ পেসার নিয়ে এমন ক্যাম্প সারা বছর হওয়া উচিত। তাহলে বিকল্পের অভাব হবে না।


http://www.prothom-alo.com/detail/da...06/news/342765
__________________
~*Islam is the only way to attain peace in life, be it personal, family or political.*~
Reply With Quote