View Single Post
  #2153  
Old April 9, 2011, 11:40 PM
bdtiger bdtiger is offline
Banned
 
Join Date: March 2, 2010
Posts: 2,107

প্রশ্ন : আপনি বললেন, ব্যাটিংটা রাইট অ্যাপ্রোচ ছিল। আরো ২০-২৫ বেশি হলে হতো পারফেক্ট। সেই রানটি করলেও তো আমরা জয়ের ধারেকাছে যেতে পারতাম না। তার মানে হারটা একরকম মেনেই ব্যাটিং করেছে বাংলাদেশ। আপনার মনে পড়ে কত দিন পর এমন হলো যে ম্যাচ শেষের অনেক আগে হার মেনে নিয়েছে বাংলাদেশ?
সাকিব : আপনি তাহলে ভুল চিন্তা করছেন। কারণ আমরা হেরে বসে ছিলাম না।
প্রশ্ন : সে কারণেই আপনার চিন্তাটা জানতে চাইছিলাম...
সাকিব : আমি তো আগেই বললাম, আমার চিন্তা ছিল, আমি আর তামিম যদি ৪০ ওভার পর্যন্ত ব্যাটিং করি, সেখান থেকে দেখা যাবে।
প্রশ্ন : তামিম আউট হয়েছে ৩০তম ওভারের শেষ বলে। তাহলে কি বোঝা যাচ্ছে না, সেখান থেকেই আপনারা ব্যাটিং করেছেন হার মেনে...
সাকিব : আপনি এভাবে প্রশ্ন করলে তো হবে না। এখন এইভাবে বললে আমি কিভাবে বলব?
প্রশ্ন : ওই সময় আপনার চিন্তা-ভাবনাটাই কেবল জানতে চাচ্ছিলাম।
সাকিব : না, আপনার কথা তো ঠিকভাবে বলছেন না।

Source KK
Reply With Quote