View Single Post
  #8171  
Old September 3, 2013, 09:31 PM
Naimul_Hd's Avatar
Naimul_Hd Naimul_Hd is offline
Cricket Guru
 
Join Date: October 18, 2008
Location: Global City of Australia
Favorite Player: Shakib, Mashrafe
Posts: 13,524

Quote:
Originally Posted by SS
If this continues he will slide further
From FB fan page:

Quote:

এ বছরের সেপ্টেম্বর থেকে আগামী এক বছর অর্থাৎ ২০১৪ সালের ডিসেম্বর মাস পর্যন্ত এই ১৬ মাসে সাকিবের প্রধান প্রতিদ্বন্দ্বী যারা তারা কে কয়টা ওডিআই ম্যাচ খেলবে চলুন দেখে নেই-

শেন ওয়াটসন- ২৫ টি

মোহাম্মদ হাফিজ- ১৬ টি

যদিও জাদেজাকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করিনা কিন্তু যেহেতু আইসিসির সহযোগিতায় সে ২ নাম্বারে আছে সেহেতু ওর টাও তো গুণতে হবে-

শ্রী শ্রী রবীন্দ্র জাদেজা- ৩২ টি

আর নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান খেলবেন মাত্র ১২ টি

…এখন পাকিস্তানিরা এফটিপির বাইরে ম্যাচ আয়োজন করলে হাপিজের ম্যাচের সংখ্যা আরো বাড়বে।
আর অস্ট্রেলিয়া-ইন্ডিয়ার কোনো গ্যাপই নেই ( আইপিএল আর চ্যাম্পিয়নস লীগ টি-টুয়েন্টি ছাড়া)
সো ওদের এফটিপির বাইরে ম্যাচ আয়োজন করার সময় নেই।

টাফ…রিয়েলি টাফ…সাকিবের জন্য তার ১ নাম্বার পজিশনটা ধরে রাখাটা সত্যি অনেক টাফ।

তবুও বস নাম্বার ওয়ানেই থাকে…!

বস যদি ওয়াট্টো আর লাড্ডুর( জাদেজা) ২৫ টা আর ৩২ টা ম্যাচ পেত তাহলে হয় সেরা রেটিং পেয়ে রেকর্ডই করে বসত।

ওরা যে ১ নাম্বার পজিশনের যোগ্য না সেটা তাদের বারবার ১ নাম্বার হয়েও পিছিয়ে যাওয়া থেকেই বুঝা যায়।

ওরা এত চান্স পেয়েও স্থানটা ধরে রাখতে পারেনা আর সাকিব এত কম ম্যাচ খেলেও নাম্বার ওয়ান।
না খেললেও নাম্বার ওয়ান!
Reply With Quote