View Single Post
  #2  
Old February 20, 2012, 07:13 AM
kalpurush's Avatar
kalpurush kalpurush is offline
Moderator
 
Join Date: June 7, 2005
Location: Victoria: Heaven's Earth!
Posts: 19,200

*** Update ***


রাকিব হোসেন


বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীনের আহমদের নাতি রাকিব হোসেনকে নির্যাতনের ঘটনায় পুলিশের পাঁচ কর্মকর্তা আজ সোমবার হাইকোর্টে হাজিরা দিয়েছেন। আদালত পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার চৌধুরী লুত্ফুল কবিরকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন। তবে সহকারী কমিশনারসহ অপর চার কর্মকর্তাকে আগামী বুধবার আদালতে আসতে বলা হয়েছে।
আজ সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

পুলিশের অন্য চার কর্মকর্তা হলেন সহকারী কমিশনার আশরাফুল আজিম, গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম, উপপরিদর্শক (এসআই) সৌমেন বড়ুয়া ও মোস্তাফিজুর রহমান।

শুনানিতে অংশ নিয়ে আইনজীবী ড. কামাল হোসেন বলেন, ‘এ ধরনের পুলিশি নির্যাতনের (রাকিবের ওপর নির্যাতন) জন্য বাংলাদেশের সৃষ্টি হয়নি। আমাদের সংবিধানে মানুষের অধিকার রক্ষার সব ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশ কোনো ব্যক্তিকে অভিযুক্ত করলে অবশ্যই তাঁকে জানাতে হবে, তাঁর বিরুদ্ধে কী অভিযোগ। তাঁর সঙ্গে সভ্য ও শালীন আচরণ করতে হবে। যে ঘটনা ঘটেছে, তা পুলিশের নিষ্ঠুরতার চরম বহিঃপ্রকাশ। পুলিশের নিজের স্বার্থেই সংবিধান ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। কারণ মানবাধিকার ভঙ্গের ভুক্তভোগী তাঁরাও হতে পারেন।’
আদালতে আমীর-উল ইসলামও শুনানিতে অংশ নেন। আর পুলিশের পক্ষে রোকনউদ্দিন মাহমুদ শুনানি করেন।

শুনানিকালে রাকিবের বাবা মোস্তাক হোসেন ও মা সিমিন হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
গত ১২ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘তাজউদ্দীনের নাতিকে পেটাল পুলিশ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শ ম রেজাউল করিম। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারির পাশাপাশি ওই ঘটনায় পুলিশ কর্মকর্তার ভূমিকার ব্যাখ্যা জানাতে তাঁদের হাজির হতে নির্দেশ দেন।
__________________
> Start slow. Build a base. Then explode.
> I needed to perform so that I could give my countrymen an occasion to cherish and be proud of - Ice Man
> My photographs @ flickr http://www.flickr.com/photos/obayedh/
Reply With Quote