View Single Post
  #22  
Old October 24, 2011, 06:20 PM
Naimul_Hd's Avatar
Naimul_Hd Naimul_Hd is offline
Cricket Guru
 
Join Date: October 18, 2008
Location: Global City of Australia
Favorite Player: Shakib, Mashrafe
Posts: 13,524

‘এ’ দলের অধিনায়ক জহুরুল ইসলাম

চট্টগ্রাম থেকে প্রতিনিধি | তারিখ: ২৫-১০-২০১১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাতীয় দলের হোম সিরিজ শেষ হওয়ার আগেই ওয়েস্ট ইন্ডিজ চলে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। দুটি চার দিনের ম্যাচ, দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে সিরিজ খেলতে ২৯ অক্টোবর দেশ ছাড়বে তারা।

প্রায় এক মাসের সফরের জন্য গতকাল ঘোষিত হয়েছে ১৪ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল। অধিনায়ক জহুরুল ইসলাম, মোহাম্মদ মিঠুন তাঁর ডেপুটি। যাওয়ার দিন সকাল সাড়ে ৮টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যানেজার মজিবুল হকের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে খেলোয়াড়দের।

‘এ’ দলের চার ক্রিকেটার রকিবুল হাসান, মোহাম্মদ সোহরাওয়ার্দী, শুভাগত হোম চৌধুরী ও নাসির হোসেন আছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দলেও। ২৯ অক্টোবর থেকে মিরপুরে শুরু দ্বিতীয় টেস্টে তাঁদের কেউ খেললে ‘এ’ দলের সঙ্গে তাঁরা যোগ দেবেন টেস্টের পর। আর যাঁরা একাদশে থাকবেন না, তাঁদের চলে যাওয়ার কথা দলের সঙ্গেই।

সফরের প্রথম চার দিনের ম্যাচ শুরু হবে ৬ নভেম্বর, দ্বিতীয় চার দিনের ম্যাচ ১২ নভেম্বর। দুটি টি-টোয়েন্টি ম্যাচ ১৮ ও ১৯ নভেম্বর। ২৩, ২৫ ও ২৭ নভেম্বর হবে তিনটি ওয়ানডে।

বাংলাদেশ ‘এ’ দল: জহুরুল ইসলাম (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন (সহ-অধিনায়ক), জুনায়েদ সিদ্দিক, রকিবুল হাসান, রবিউল ইসলাম, মোহাম্মদ সোহরাওয়ার্দী, শুভাগত হোম চৌধুরী, নাসির হোসেন, নাসিরউদ্দিন ফারুক, কামরুল ইসলাম (রাব্বী), মমিনুল হক, নূর হোসেন, সোহাগ গাজী, আলাউদ্দিন বাবু।

Reply With Quote