View Single Post
  #67  
Old February 27, 2007, 06:00 PM
Miraz's Avatar
Miraz Miraz is offline
BC Staff
BC Editorial Team
 
Join Date: February 27, 2006
Location: London, United Kingdom
Favorite Player: Mohammad Rafique
Posts: 15,768

Quote:
Originally Posted by babubangla



মিরাজের নিকট ব্যক্তিগত পত্র

প্রিয় মিরাজ কাক্কু,

আমার শতকোটি সালাম গ্রহন করিবেন।
আপনি কেমন আছেন? আমি খোদার অশেষ রহমতে ভালোই আছি। বাবা-মাও ভালো আছে।

পর সমাচার এই যে, সামনে ক্রিকেট বিশ্বকাপ আসিতেছে। কিন্তু মা বলিয়াছে বছরের মাঝামাঝি এই সময়ে পড়ালেখা ফাঁকি দিয়া আমার বিশ্বকাপের খেলা উপভোগ করা চলিবে না। আমি অনেক প্রয়াস করিয়াও মাকে বিশ্বকাপের মাহাত্ন্য অনুধাবন করাইতে পারি নাই। এমতাবস্তায় আপনি ছাড়া আর কেহই মাকে বুঝাইয়া আমাকে বিশ্বকাপ উপভোগের ব্যবস্থা করিয়া দিতে পারিবে না।

আরো সমাচার এই যে, পাড়ার খবির ভাই ও মদন দাদা আপনার জন্য নিত্য হা হুতাশ করিয়া মরিতেছে। আপনি ব্যতিত তাহাদের তাস ও গাঁজার আসর নাকি মোটেও জমিতেছে না। আপনি শহরে যাইবার পর হারাধন মন্ডলের ঐতিহ্যবাহী তাড়ির স্বাদও নাকি তাহাদের নিকট আজকাল বিস্বাদ ঠেকিতেছে।

অপর সমাচার এই যে, দুপুরে পুকুর ঘাটে গোসল করিতে গেলে প্রায়শঃই আমার মালতি দিদির সহিত সাক্ষাত ঘটে। মালতি’দি সর্বদাই আমার কাছে আপনার দেশে আসিবার তারিখ জানিতে চায়। উনি আপনার পথপানে চাহিয়া থাকে এবং পুকুরে স্নাণের সময় কেবল “মিরাজ” “মিরাজ” বলিয়া অনবরতঃ জলে ডুব দেয়।

শেষ সমাচার এই যে, বাবা বাজারে গুড়ের ব্যবসা এবং বাড়ীতে মা হাস-মুরগীর খামার লইয়া অত্যন্ত ব্যস্ত জীবন যাপন করিতেছে। কালো মুরগীটি ডিম পাড়িতে শুরু করিয়াছে। আমার পুই শাক গাছটির লতা বেশ বাড়-বাড়ন্ত হইয়াছে।

আপনি জলদি বাড়ী আসিয়া আমার, খবির ভাই, মদন’দা ও মালতীদি’র জন্য যাবতীয় লাইন-লিঙ্ক চালু করিয়া দিবেন- এই আশায় দিন গুনিতে থাকিলাম।

আমার জন্য দোয়া রাখিবেন।

ইতি,
আপনার স্নেহের ভাতিজা



প্রিয় ভাতিজা,
তোমার পত্র পাইয়া একইসাথে আনন্দিত ও দুঃখিত হইলাম। তোমার বাবা ও মা ভাল আছে জানিয়া দুশ্চিন্তামুক্ত হইলাম।

আমি আশা করিয়াছিলাম যে তুমি তোমার এই কাক্কুর মতই চটপটে হইবা এবং নিত্যনতুন ফন্দিফিকির বাহির করিয়া তোমার সুকীর্তি অক্ষুন্ন রাখিবা। আমার অবর্তমানে তোমার এই অধঃপতন দেখিয়া বড়ই মর্মযাতনা হইতেছে। তুমি কি আজকাল তাস, গাঁজা ও তাড়ির আসরে নিয়মিত যাতায়ত করিতেছ? এই অল্প বয়সে এইগুলি তোমার শরীরে সহ্য হইবেনা। অতি সত্বর এইগুলি পরিত্যাগ করিবে বলিয়া আশা করি।

আমি আসার আগে তোমাকে মালতীদের বাড়ীর দিকে যাইতে বিশেষভাবে নিষেধ করিয়াছিলাম। মালতীর ছোট বোনের ব্যাপারে তোমার বিশেষ আগ্রহের কথা আমি পূর্বেই অবগত হইয়াছিলাম। তোমার কথা শুনিয়া মনে হইতেছে, তুমি বোধ করি নিয়মিত মালতীদের বাড়িতে যাতায়ত করিতেছ।

যাহাই হউক, বিশ্বকাপ খেলা দেখিবার জন্য তোমার চিন্তা করিতে হইবেনা। আমি সময়মত তোমার জন্য বিশেষ ব্যবস্থা করিব।

শুভেচ্ছান্তে,

তোমার কাক্কু


__________________
You only play good cricket when you win/draw matches.
I am with Bangladesh, whether they win or lose . http://twitter.com/BanglaCricket
Reply With Quote