View Single Post
  #1  
Old May 24, 2011, 12:21 PM
nakedzero's Avatar
nakedzero nakedzero is offline
Cricket Legend
 
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
Default BCB Directors have disappeared !

Quote:
All directors of BCB seem disappeared. This is a very crucial time for BCB, they should be present and monitor properly the deal of appointing new Coach for Tigers. পরিচালক শূন্য বিসিবি! অথচ বর্তমন সময়টা বিসিবির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে জাতীয় দলের কোচ খোঁজার ওপর নজর দেওয়া জরুরি।
==>

ক্রিকেটের অফ সিজেন শুরু হতে না হতেই বোর্ড পরিচালকদের খুঁজে পাওয়া যাচ্ছে না। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামস্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যালয়ে গত এক সপ্তাহে কোন বোর্ড পরিচালক গেলেন কি না বলা মুশকিল।

বিশ্বকাপ শেষ হওয়ার পর যে যার মতো বিদেশে গিয়ে বসে আছেন। দেওয়া শফিউল আরেফিন টুটুল এবং জালাল ইউনুস ইংল্যান্ডে আছেন। জিএস হাসান তামিম গেছেন আমেরিকায়। বোর্ড পরিচালক আ হ ম মোস্তফা কামালের বিদেশ সফর তো লেগেই আছে। সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আনাম কাজ না থাকলে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আসেনই না। গাজী আশরাফ হোসেন লিপু শুধু আন্তঃজেলা ক্রিকেট চলাকালে মাঠে আসতেন। আহমেদ সাজ্জাদুল আলম সুস্থ হলেও কাজের গতি না থাকায় বিসিবিতে খুব একটা আসেন না। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজও একদিনের জন্য বিসিবিতে যাননি।

পরিচালকরা তো নেই, এই সুযোগে দুই সপ্তাহের ছুটি নিয়ে কানাডায় পরিবারের সঙ্গে দেখা করতে গেছেন সিইও মঞ্জুর আহমেদ। অথচ বর্তমন সময়টা বিসিবির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে জাতীয় দলের কোচ খোঁজার ওপর নজর দেওয়া জরুরি।

SOURCE

Last edited by kalpurush; May 24, 2011 at 12:34 PM.. Reason: Changed font size for reading pleasure
Reply With Quote