View Single Post
  #25  
Old October 1, 2011, 07:37 AM
nakedzero's Avatar
nakedzero nakedzero is offline
Cricket Legend
 
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
Default দেশের সর্বত্র স্পোর্টিং উইকেট হচ্ছে

উইকেট উইকেট করে বিসিবি কর্মকর্তাদের প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগার। একপক্ষ বাউন্সি উইকেট চান। অন্যপক্ষ স্লো এবং লো উইকেটের দাবিতে সোচ্চার। শেষে বিসিবি এক সিদ্ধান্তে উপনীত হয়েছে দেশের সর্বত্র স্পোর্টিং উইকেট বানাবে।

চলতি মৌসুম থেকে জাতীয় পর্যায়ের সবধরণের ক্রিকেট খেলা হবে স্পোর্টিং উইকেটে। বিসিবির নির্দেশে দেশের সর্বত্র স্পোর্টিং উইকেট তৈরির কাজও শুরু হয়েছে। বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মঞ্জুর আহমেদ শনিবার বাংলানিউজকে জানান, বাউন্সি উইকেট তৈরির জন্য দুই মাস আগে গ্রাউন্ডস এবং ফ্যাসিলিটি বিভাগকে এক চিঠি দিয়েছেন তিনি। অফিস আদেশ পাওয়ার পর থেকে উইকেট নিয়ে কাজ শুরু হয়। বিসিবি কাপের খেলা চালানো হয় ঘাসের উইকেটে।

যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের জন্য গড়ে তোলা হচ্ছে উপমহাদেশের চিরাচরিত সেøা এবং লো উইকেট। হোম সুবিধা নেওয়ার জন্য উইকেটের ঘাস ছেঁটে ফ্ল্যাট করা হবে বলে জানায় গ্রাউন্ডস কমিটি। তবে জাতীয় লিগের খেলার জন্য গড়ে তোলা হচ্ছে সিমিং উইকেট। বিসিবি গ্রাউন্ডস এবং ফ্যাসিলিটি বিভাগের ম্যানেজার আব্দুল বাতেন বলেন,“সিইও’র কাছ থেকে চিঠি পাওয়ার পর আমরা সব কিউরেটরকে বলেছি উইকেটে ঘাস রাখার জন্য। মূলত আমাদেরকে সিমিং উইকেট করতে বলা হয়েছে।”

দেশের সর্বত্র স্পোর্টিং উইকেট তৈরি সম্পর্কে সিইও মঞ্জুর আহমেদের যুক্তি হলো,“আমাদের এখানে সত্যিকারের পেস বোলিং সহায়ক উইকেট নেই। সেক্ষেত্রে উইকেটে ঘাস রেখে দিলে কিছুটা বাউন্স পাওয়া যাবে। এতে পেস বোলার পাওয়া যাবে। খুব ভালো স্পিনার না হলে সুবিধা পাবে না। সেক্ষেত্রে খুব ভালো মানের স্পিনার তৈরির জন্যও স্পোর্টিং উইকেটে খেলা চালানো দরকার। অন্যদিকে ব্যাটসম্যানকেও চ্যালেঞ্জ মোকাবেলা করে রান করতে হবে। তাই জাতীয় পর্যায়ে সবধরণের ক্রিকেটের জন্য স্পোর্টিং উইকেট তৈরি করতে বলা হয়েছে।”

বাউন্সি উইকেটের জন্য বিদেশ থেকে মাটি আমদানির জন্য যে প্রস্তুতি নেওয়া হয়েছিলো শেষপর্যন্ত তা বাতিল করা হয়েছে। দেশের অভ্যন্তরীণ সুযোগ সুবিধা কাজে লাগিয়ে তৈরি করা হবে ভালো মানের উইকেট।



SOURCE
Reply With Quote