View Single Post
  #18  
Old December 11, 2012, 05:15 PM
Rinathq's Avatar
Rinathq Rinathq is offline
Moderator
 
Join Date: January 1, 2010
Location: Alberta, Canada
Favorite Player: Mash, Riyad, Tamim
Posts: 6,741

http://www.dailyinqilab.com/details_...0page_id=%2011

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) উদ্বোধনী আসরের টিকিট বিক্রির স্বত্ব ৪৫ কোটি টাকায় বিক্রি করে সে পরিমাণ অর্থ আদায় করতে পারেনি। এই পরিমাণ টাকা উঠিয়ে আনতে শিহাব ট্রেডিং চড়া মূল্যে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে সে সিদ্ধান্ত পরিবর্তন করেছে দর্শক সমাগম না হওয়ায়। টিকিটের মূল্য পরবর্তীতে দর্শকের ক্রয়সীমার মধ্যে ধার্য হওয়ায় টিকিট বিক্রির স্বত্বের টাকা নেমে এসেছে এক তৃতীয়াংশে। অভিষেক আসরের ওই ভুল থেকে শিখেছে গেম অন স্পোর্টস। বিপিএল ‘টু’র টিকিট বিক্রির স্বত্ব থেকে এবার আয় করছে তারা ২০ কোটি টাকা। সম্প্রতি অ্যাকটিভ সার্ভিসেস নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে ফেলেছে বিপিএল’র ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান গেম অন স্পোর্টস। এ তথ্য দিয়েছেন গেম অন স্পোর্টসের পরিচালক কোসতাভ লাহিড়ী।
বিপিএল টু’র উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচ টিকিটের মূল্য সাধারণ দর্শকের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে, টিকিটের স্বত্বাধিকারী প্রতিষ্ঠানকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে গেম অন, সে তথ্য দিয়েছেন গেম অন এর ওই পরিচালক- ‘গ্যালারিতে দর্শক এবার ভরে যাবে, তার জন্য বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে অ্যাকটিস সার্ভিসেস। ছাত্র-ছাত্রীরা আই ডি কার্ড দেখিয়ে ডিসকাউন্ট মূল্যের টিকিট কেনার সুবিধা পাবে। এছাড়া মোবাইল ফোন প্রতিষ্ঠান বিশেষ অফারে টিকিট দিবে।’
আগামী ২০ ডিসেম্বর খেলোয়াড় নিলাম অনুষ্ঠানের ভেন্যু ঠিক হয়নি এখনো। তবে নিলামের জন্য ১৬০ ক্রিকেটারের প্রাথমিক তালিকা বিপিএল গভর্নিং কাউন্সিলকে জমা দিয়েছে গেম অন, সেখান থেকে ১০০ ক্রিকেটার উঠবে নিলামে। নিলামের জন্য বাংলাদেশ ক্রিকেটারদের মনোনয়নের দায়িত্ব পড়েছে নির্বাচকম-লীর উপর। বিপিএল’র ‘টু’ তে ও আকর্ষণের কেন্দ্রে থাকবে পাকিস্তানের ক্রিকেটাররা। আগামী ১ থেকে ২৬ ফেব্রুয়ারি দ.আফ্রিকায় তিন টেস্টের সিরিজ খেলবে পাকিস্তান। তারপরও বিপিএলএ পাকিস্তানের সেরা টি-২০ ক্রিকেটারদের সার্ভিস পাওয়া যাবে বলে মনে করছেন লাহিড়ী- ‘যারা পাকিস্তান টেস্ট স্কোয়াডে থাকবেন, তারা বিপিএলএ ২৫ জানুয়ারি পর্যন্ত যে ম্যাচগুলো হবে, সে সব ম্যাচ খেলতে পারবেন। অন্যরা পুরো আসরে খেলতে পারবে। সাইদ আজমল এবং মোহাম্মদ হাফিজ টেস্ট খেলোয়াড় বলে তাদেরকে পাওয়া যাবে না পুরো আসরে।’
এদিকে বিপিএল টু’র উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা এখনো জমা দেয়নি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এইম ভয়েজ এন্ড ভিশন। আগামী ২২ ডিসেম্বর ভিভিও প্রেজেন্টেশনে তারা উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপন করবে বলে জানিয়েছেন লাহিড়ী। প্রথম আসরের ভর্তুকী কাটিয়ে বিপিএল ‘টু’ থেকে মোটা অংক আয়ে এ্যাম্বুস মার্কেটিংয়ে অনেকটাই এগিয়ে গেছে গেম অন। তবে বিপিএল’র প্রথম আসরে বেশ কিছু চুক্তির স্বচ্ছ্বতা নিয়ে প্রশ্ন ওঠায় এবার প্রতিটি চুক্তি সম্পাদনের আগে বিসিবি’র অনুমোদনের প্রয়োজন মনে করছের গেম অন পরিচালক কোসতাভ লাহিড়ী।
Reply With Quote