View Single Post
  #14  
Old June 22, 2011, 05:51 AM
Naimul_Hd's Avatar
Naimul_Hd Naimul_Hd is offline
Cricket Guru
 
Join Date: October 18, 2008
Location: Global City of Australia
Favorite Player: Shakib, Mashrafe
Posts: 13,524

বাংলাদেশের অধিকারে অস্ট্রেলিয়ার হ্যাঁ


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্ট ফোর.কম
ঢাকা: ক্রিকেটের শীর্ষ দলগুলোর বোর্ড কর্মকর্তাদের মধ্যে এক ধরণের উন্নাসিকতা আছে। ছোট দলগুলোকে হোম সিরিজ খেলতে আমন্ত্রণ জানাতে আগ্রহ বোধ করে না। অজুহাত দেখায় আয়ের তুলনায় খরচ বেশি হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনিয়ে বেশ ভোগান্তি পেয়েছে। যদিও এখন পরিস্থিতি খানিকটা বদলে গেছে। এই তো অস্ট্রেলিয়ার যেমন বাংলাদেশকে পাওনা সিরিজ দিতে রাজি হয়েছে।


বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র প্রধান নির্বাহী (সিইও) সোমবার বাংলানিউজকে জানিয়েছেন, আগের এফটিপি অনুযায়ী অস্ট্রেলিয়ার কাছে একটি টেস্ট সিরিজ পাওনা আছে তাদের। ২০১৪ সালে বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে চেয়েছিল অসি ক্রিকেট বোর্ড। বিসিবির অনুরোধে সেটা ২০১৩ সালে হতে পারে। বিসিবি সিইও মঞ্জুর আহমেদ জানান,“অস্ট্রেলিয় য় টেস্ট সিরিজটি এগিয়ে আনার জন্য আমার আবেদন করেছি। তাদের বোর্ড প্রস্তাব বিবেচনা করে দেখছে। আশা করি হয়ে যাবে।”


অস্ট্রেলিয়া সুযোগটা দিলেও ইংল্যান্ড, ভারত এবং দক্ষিণ আফ্রিকা অতটা উদার এখনো হতে পারেনি। বাংলাদেশকে এফটিপির পাওনা বুঝিয়ে দিতেই কার্পণ্য আছে। সেই অধিকারটুকু নিশ্চিত করতেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র কাছে নিবেদন থাকবে বিসিবির। মঞ্জুর আহমেদ জানিয়েছেন,“৩০ জুন আইসিসির এজিএম আছে। সেখানে আমরা চেষ্টা করবো যাতে আমাদের অধিকার নিশ্চিত হয়।”


Source
Reply With Quote