View Single Post
  #17  
Old October 5, 2010, 08:11 PM
Murad's Avatar
Murad Murad is offline
Cricket Sage
 
Join Date: July 30, 2006
Favorite Player: MAM & MBM
Posts: 19,850

নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫ জনের দলেই ছিলেন না। বাইরে থেকে এসে সরাসরি একাদশে ঢুকে দলের জয়ে বড় ভূমিকাও রাখলেন। দলের জয় নিশ্চিত হওয়ার মুহূর্তে পাওয়া চোটে ছিটকে গেলেন মাঠের বাইরেও। মিশ্র এই অনুভূতির কথা বললেন পেসার নাজমুল হোসেন

 জয়টা তো উদ্যাপন করা হলো না!
নাজমুল হোসেন: না। আনন্দ করারও সুযোগ পেলাম না। আমার জন্য দলও উদ্যাপন করতে পারেনি। এদিকে আমরা ম্যাচ জিতে গেছি। আর আমি উইকেটে আহত হয়ে পড়ে গেলাম।
 ক্যাচ ধরতে চেষ্টা করেছিলেন?
নাজমুল: হ্যাঁ। টিম সাউদির শটটা একেবারে শরীর সোজা আসছিল। আমি কিছু ভেবে করিনি। এমনিতেই ক্যাচের জন্য বলের লাইনে হাত চলে গেছে। সোজা ডান হাতের আঙুলে এসে বল লাগল। চারটি সেলাই লেগেছে। ডাক্তার বলেছে, দিন সাতেক পর সেলাই খুলবে। অন্তত ১০ দিন বাইরে থাকতে হবে। বলা যায়, সিরিজটা শেষ।
 ব্যাপারটা কেমন নাটকীয় হলো না? স্কোয়াডের বাইরে থেকে এসে সরাসরি ম্যাচ খেলে ফেললেন...
নাজমুল: হ্যাঁ, নাটকীয়। কিন্তু আমার মনে হয়, আমি হয়তো স্কোয়াডে থাকতে পারতাম। এই ম্যাচের আগে সর্বশেষ ম্যাচে, হল্যান্ডের বিপক্ষে ২৮ রানে ২ উইকেট নিয়েছিলাম। তার পরও দলে ছিলাম না।
 সরাসরি একাদশে সুযোগ পাওয়ার পর নিজেকে প্রমাণের তাগিদ নিশ্চয়ই ছিল?
নাজমুল: শুধু তাগিদ নয়, বলতে পারেন একটা জেদ ছিল। অন্তত পারফর্ম করেও দলের বাইরে থাকতে না হয়, এটা নিশ্চিত করতে চেয়েছিলাম। চেয়েছিলাম, এমন পারফরম্যান্স করতে, যাতে দলে নিয়মিত হতে পারি।
 সেটা পেরেছেন?
নাজমুল: ৭ ওভার বল করে ৪৬ রান দিয়ে উইকেট পাইনি। মনে হতে পারে, ভালো বল করিনি। কিন্তু যাঁরা খেলা দেখেছেন, তাঁরা জানেন, কী করেছি। আমি আমার ক্যারিয়ারের সেরা বোলিং করার চেষ্টা করেছি। অন্তত শেষ স্পেলে এসে।
 ইনিংসের শেষ ওভারের প্রথম তিন বলই ডট! এমন চাপের মধ্যে কৌশলটা কী ছিল?
নাজমুল: ওর মধ্যে দুটো স্লোয়ার ছিল। মিলস আসলে গতির বৈচিত্র্যে হতভম্ব হয়ে গিয়েছিল। বলে তো ব্যাটই লাগাতে পারেনি। স্লোয়ার দেওয়াটা পরিকল্পনার মধ্যেই ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পেসারদের অন্যতম অস্ত্র স্লোয়ার। গতিতে বৈচিত্র্য আনতে না পারলে সমস্যা। আমাদের বোলিং কোচও স্লোয়ার নিয়ে আমাদের সঙ্গে কাজ করছেন।
 চাপের মুখে স্লোয়ার দেওয়াটা তো ঝুঁকিরও ছিল।
নাজমুল: না। আমি আত্মবিশ্বাসী ছিলাম।
 মাশরাফি আহত হয়ে উঠে যাওয়ার পর চাপটা কি বেড়ে গিয়েছিল?
নাজমুল: তা তো বটেই। ও আমাদের ক্যাপ্টেন। এক নম্বর পেসার। ও না থাকলে চাপ তো বেড়েই যায়। মাশরাফি উঠে যাওয়ার পরই সাকিব এসে বলল, ‘নাজমুল ভাই, এখন আপনিই ভরসা। আপনার ওপর আমরা নির্ভর করছি।’ এটা শুনে আত্মবিশ্বাস বেড়ে গেল।
 শেষ ওভারে সাকিব কী বলেছিলেন?
নাজমুল: ও শুধু আমাকে মনে করিয়ে দিচ্ছিল, আমি কী পারি। বারবার বলছিল, ‘যা করবেন, আত্মবিশ্বাস নিয়ে করবেন। মনে কোনো দ্বিধা রাখবেন না। বাকিটা আপনার দায়িত্ব।’
 সব মিলিয়ে এই ফেরা আবার চোট পেয়ে ছিটকে পড়ার অনুভূতি কেমন?
নাজমুল: সে কথা কি আর বলে দিতে হবে! খুবই কষ্ট লাগছে। দুর্ভাগ্য। তবে কি জানেন, বাংলাদেশ ম্যাচ জেতায় মনে হয় সব কষ্ট ভুলে গেছি। আমার যা হয় হোক, বাংলাদেশ তো জিতেছে


http://www.prothom-alo.com/detail/da...-06/news/99167
__________________
~*Islam is the only way to attain peace in life, be it personal, family or political.*~
Reply With Quote