View Single Post
  #24  
Old August 13, 2011, 01:19 PM
nakedzero's Avatar
nakedzero nakedzero is offline
Cricket Legend
 
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
Default ইকোনমিস্টকে খুব শিগগির ক্ষমা চাইতে হবে: মতিয়া

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, মিথ্যা সংবাদ প্রকাশের জন্য বৃটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে খুব শিগগির বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে হবে।

জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) আয়োজিত আলোচনা সভায় মতিয়া চৌধুরী বলেন, "মাদক, অস্ত্র চোরাচালান ও জঙ্গিবাদের টাকায় এবং মদদে ইকোনমিস্ট মিথ্যা সংবাদ পরিবেশন করেছে।"

"খুব শিগগিরই পত্রিকাটিকে তার মিথ্যা সংবাদের জন্য বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে হবে।"

শনিবার এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়।

শুক্রবার প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্টের ওয়েবসাইটে 'পয়জনাস পলিটিক্স ইন বাংলাদেশ' ও 'ইন দ্য নেম অব দ্য ফাদার' শিরোনামে দুটি প্রতিবেদনে শেখ হাসিনা সরকারের সমালোচনা করা হয়।

গত ৩০ জুলাই ইকোনমিস্টে প্রকাশিত 'ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ: এম্ব্রেস্যাবল ইউ' শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ভূরাজনৈতিক স্বার্থে প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে চাইছে ভারত।

পরে এ প্রতিবেদনটির প্রতিবাদ জানায় বাংলাদেশ সরকার।

মতিয়া বলেন, "২০০৮ সালের নির্বাচনে মহাজোট সরকারের বিজয়ের পর ইকোনমিস্ট পত্রিকা বলেছিল, 'বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে।' কিন্তু পত্রিকাটি তা ভুলে গেছে।"

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়ার সভাপতিত্বে এ আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাম্যবাদী দলের পলিটব্যুরোর সদস্য লুৎফর রহমান, আবু হামেদ সাহাবুদ্দিন, দেলোয়ার হোসেন বক্তব্য রাখেন।



SOURCE
Reply With Quote