View Single Post
  #184  
Old December 6, 2012, 01:44 AM
oronnya oronnya is offline
Cricket Legend
 
Join Date: October 19, 2011
Favorite Player: Shak,TI,Mash,Mushy,Dravid
Posts: 4,138

Didn't know where to post this so sharing it here. A good piece on cricket and 1971



প্রথম ইনিংসে মাত্র এক রান করে এলবিডব্লু হয়ে সাজঘরে ফেরা রকিবুলের কৃতিত্ব হয়তো পারফরম্যান্সে অনুদিত হয়নি সে ম্যাচে । পরের ইনিংসেও করেছেন এক রান, অবশ্য পাকিস্তানী লিজেন্ড মোশতাক মোহাম্মদ প্রথম ইনিংসে করেছিলেন শূন্য রান। কিন্তু নিজেকে আলাদাভাবে চিনিয়েছিলেন রকিবুল অন্যভাবে। গানস অ্যান্ড মুর ব্যাটে জয় বাংলা লেখা ও স্বাধীন বাংলার মানচিত্র আঁকা স্টিকার নিয়ে খেলতে নেমেছিলেন আঠারোর ওই দীপ্ত তরুণ।বন্ধু শেখ কামালের (বঙ্গবন্ধুর বড় ছেলে)মাধ্যমে গাড়ীর স্টিকার জোগাড় করে সেটাই লাগিয়েছিলেন ব্যাটে। এর মূল্যও দিতে হয়েছে তাকে। পাকিস্তান সেনাবাহিনীর হুলিয়া মাথায় নিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে। মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন। অস্ত্র হাতে নেননি, বদলে সংগঠিত করেছেন ক্রিকেটারদের। স্বাধীন বাংলা ফুটবল দলের মতো মুক্তিযোদ্ধাদের জন্য অনুদান ও মুক্তিযুদ্ধের জন্য স্বীকৃতির পাশাপাশি দেশের ক্রিকেটকে তুলে ধরতে গঠন করেছিলেন স্বাধীন বাংলা ক্রিকেট দল। কিন্তু ক্রিকেট মৌসুম আসার আগেই দেশ স্বাধীন হয়ে যায়, প্রদর্শনী ম্যাচে নামা হয়নি আর। রকিবুল চাইলেই ‘জয় বাংলা’র বদলে তলোয়ার মার্কা স্টিকার নিয়েই খেলতে পারতেন। চরম আনুগত্য দেখিয়ে সুযোগ পেতে পারতেন পাকিস্তান টেস্ট দলে। কিন্তু স্বাধীন দেশের জন্য, স্বাধীন মানচিত্রের জন্য তিনি আজন্ম লালিত সাধকে কোরবানি দিতে দু’বার ভাবেননি। তার এই আত্মত্যাগকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে ‘পাকিস্তান জিন্দাবাদ’ ধ্বনি তোলো প্রিয় প্রজন্ম!

http://www.amarblog.com/omipial/post...79653#fe25637c
Reply With Quote