View Single Post
  #3471  
Old October 14, 2012, 08:42 AM
roman's Avatar
roman roman is offline
Cricket Guru
BPL 2015 Fantasy Winner
 
Join Date: July 18, 2004
Location: New York
Favorite Player: Shakib, Tamim, Mash
Posts: 14,088

নিউজিল্যান্ড লিগে খেলবেন তামিম


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্ট ফোর.কম


ঢাকা: তামিম ইকবাল বিদেশের লিগে দুই বছর ধরে অনেকটা নিয়মিতই খেলছেন। ইংল্যান্ডে নটিংহ্যামশায়ারে খেলেছেন টি-টোয়েন্টি ক্রিকেট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)’র দল পুনে ওয়ারিয়র্সেও ছিলেন। এ বছর খেলেছেন শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ (এসএলপিএল)’র দল ওয়াইয়েম্বা ইউনাইটেডে।

এবার নিউজিল্যান্ডে যাচ্ছেন প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতে। তিনি খেলবেন ওয়েলিংটন ফায়ারবার্ডসে। জাতীয় দলের সাবেক কোচ জেমি সিডন্স ওয়েলিংটনে কোচের দায়িত্বে আছেন। তামিমকে তিনি পছন্দ করে নিয়েছেন। সবকিছু ডিসেম্বরে নিউজিল্যান্ড যাবেন তামিম,‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ শেষে ওয়েলিংটন ফায়ারবার্ডসে খেলতে যাবো। জেমি আমাকে নিচ্ছে।’

এই নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ আসবে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ খেলতে। ১০ ডিসেম্বর পর্যন্ত খেলা আছে জাতীয় দলের। এরপরই তামিম যাবেন নিউজিল্যান্ড। সেখানে ১০টি টি-টোয়েন্টির পাশাপাশি দুটি চারদিনের ম্যাচও খেলবেন। ওয়েলিটংন দেশটির প্রথম শ্রেণীর ক্রিকেট ক্লাব। তারা টি-টোয়েন্টিতে খেলে ওয়েলিংটন ফায়ারবার্ডস নামে।

ওয়েলিংটনের দিক থেকে সব কিছু চূড়ান্ত হয়ে গেছে। তামিমকে চেয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগকে চিঠি দিয়েছে। বিসিবির সংশ্লিষ্ট বিভাগ আলাপ আলোচনা করে তামিমকে এনওসি দিতে রাজি হয়েছে। ক্রিকেট পরিচালানা বিভাগের চেয়ারম্যান এনায়েত হোসেন মোবাইলফোনে বলেছেন,‘এ ধরণের সুযোগ এলে বিসিবি কখনো না করে না। সব হয়ে যাবে।’ সিরাজ এখন বিদেশে আছেন।

তামিমের আগে বাংলাদেশ থেকে আল শাহরিয়ার রোকন খেলেছেন নিউজিল্যান্ডে ক্লাব ক্রিকেট। নর্দান আইল্যান্ডের প্রিমিয়ার বিভাগের দল হ্যাভেলক নর্থ ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন তিনি। তামিম খেলছেন দেশটির জাতীয় পর্যায়ের লিগে।

বাংলাদেশ থেকে তৃতীয় ক্রিকেটার হিসেবে বিদেশে প্রথম শ্রেণীর ক্রিকেট লিগে খেলবেন তামিম। তার আগে, বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র মহারাষ্ট্রের হয়ে ভারতের রঞ্জি ট্রফিতে খেলেছেন। সাকিব খেলেছেন উস্টারশায়ারের হয়ে ইংলিশ কাউন্টিতে। তামিম খেলবেন নিউজিল্যান্ডে।

তামিম এই সুযোগটাকে দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন,‘প্রত্যেক দেশের অনেক অনেক ক্রিকেটার বিদেশের লিগে খেলে। আমাদের দেশ থেকে এখনও বেশি খেলার সুযোগ হয়নি। আমরা যত ভালো খেলবো তত বেশি অন্যদের সুযোগ হবে। এখানে যেমন বিদেশি ক্রিকেটার খেলতে এলে আমরা তার কাছ থেকে অনেক বেশি ভালো পারফরমেন্স আশা করি। তেমনি আমি বিদেশি হিসেবে খেলতে গেলে তারাও আমার কাছ থেকে ভালো কিছু চাইবে। সামনে জাতীয় লিগ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা আছে। ওখানে যাওয়ার আগে আমার ভালো প্রস্তুতি থাকবে। লক্ষ্য থাকবে প্রথম শ্রেণীর ম্যাচ দুটোর দিকে। কারণ টি-টোয়েন্টি সবাই খেলতে পারে। ২০ ওভারের ক্রিকেটে অত বেশি পারফরমেন্স করার সুযোগও থাকে না। কিন্তু চারদিনের খেলায় নিজেকে প্রমাণ করার অনেক সুযোগ থাকে।’
জাতীয় দলের ওপেনার বাংলানিউজকে জানান, শনিবার বিসিবির কাছ থেকে ছাড়পত্র পাওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছেন। বলছিলেন,‘বিসিবি আমাকে গতকাল জানিয়েছে খেলতে যেতে পারবো। এখন আমি কাগজপত্র সই করে পাঠিয়ে দেব।’
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১২

Source
__________________
The mind is like a parachute, it only works when open.....Thomas Dewey
Reply With Quote