View Single Post
  #1  
Old April 16, 2011, 12:32 AM
ahnaf's Avatar
ahnaf ahnaf is offline
Moderator
 
Join Date: May 31, 2010
Location: Dhaka,BD
Favorite Player: Tamim,Ash,Mash,Shakib
Posts: 5,153
Default Story On Imrul Kayes

Enjoy
http://www.prothom-alo.com/detail/da...16/news/146802
if possible someone paste the news here..


অপরাজেয় তারুণ্যইমরুল কায়েস

নতুন নির্ভরতা

তারেক মাহমুদ | তারিখ: ১৬-০৪-২০১১





ড্রেসিংরুমে ডাকা হয় পটু নামে। বাড়ির মানুষ ডাকে সাগর। গাট্টাগোট্টা শরীরের সঙ্গে পটু নামটা যায়, কিন্তু সাগর! মেহেরপুরে সাগর নেই। সাগরের মতো চঞ্চলা ঢেউ-টেউও নেই তাঁর চরিত্রে। স্বভাবটা শান্ত দিঘির জলের মতোই নিস্তরঙ্গ। নাম তাহলে সাগর কেন?

এই ধাঁধা আপাতত থাক। তারচেয়ে আগে সাগরকে চিনুন। সাগর মানে ইমরুল কায়েস, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি ওপেনার। প্রতিভার দ্যুতি যাঁর ব্যাট থেকে ছড়িয়ে পড়তে শুরু করেছে বিশ্বময়। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০০৮ সালে। ২৪ বছর বয়সের এই তরুণের অর্জন এখনো খুব বেশি না হলেও ইমরুল জানান দিচ্ছেন, ক্রিকেট তাঁর জন্য সোনা ফলানোর উর্বর ভূমি।
বাংলাদেশের ওপেনার বলতে এত দিন তামিম ইকবালকেই চিনত মানুষ। তামিম এবং তামিমের ব্যাটের ছায়ায় ঢাকা পড়ে অনেক সময় ইমরুল নিজেও নিজেকে খুঁজে পেতেন না। মেহেরপুরের ইমরুল কি তবে ঢাকায় এসে হারিয়ে যাবেন! ক্রিকেট নিয়ে এত আরাধনা, এত পরিশ্রমের পরও যদি ভেতরের আলোটা বাইরে বেরিয়ে এসে দীপ্তি না ছড়ায়, এমন প্রতিভা না থাকলে কী হয়?


এবারের বিশ্বকাপ ইমরুলের ভেতরের সেই আলোটাকে বাইরে আনল। প্রতিভার বিচ্ছুরণ হলো। বড় মঞ্চে বড় কিছু করে দেখানোর স্বপ্ন অনেক দিনের। অনেক রাতেই ঘুমোতে যাওয়ার আগে ভেবেছেন, কাল সকালের সূর্যটা হবে আমার। সেই সূর্য ইমরুলের জন্য উঠল বিশ্বকাপে। চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে অবিস্মরণীয় জয়ের ভিত রচনা করে দিয়েছিল তাঁর ৬০ রান। বিশ্বকাপের মতো বড় আসরে হাতে উঠল ক্যারিয়ারেরই প্রথম ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। পরের ম্যাচে হল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৭৩ এবং আবারও ম্যান অব দ্য ম্যাচ!


ইমরুলকে প্রথম দেখার অভিজ্ঞতায় হাবিবুল বাশারেরও মনে হয়নি, এই ছেলে এত তাড়াতাড়ি আন্তর্জাতিক ক্রিকেটে চলে আসবে। বিশ্বকাপের আগে প্রথম আলোয় ইমরুল কায়েসকে নিয়ে লেখা কলামে জাতীয় দলের সাবেক অধিনায়ক সে কথা লিখেও ছিলেন, ‘কুষ্টিয়ার বাসায় একদিন আমার এক ভাই একটা ছেলেকে নিয়ে এল। পাশের জেলা মেহেরপুরে তার বাড়ি। ছেলেটা প্রথম বিভাগ ক্রিকেটে খেলে, আমার পরামর্শ চায়। তখনো ভাবিনি, মাত্র এক বছরের মধ্যে এই ছেলেকেই দেখতে পাব জাতীয় দলে!’


স্বভাব-চরিত্রে হাবিবুলের প্রথম দেখা ইমরুলের মতোই রয়ে গেছেন আজকের ইমরুল। মুখচোরা, লাজুক। দিনে দিনে বড় তারকা হয়ে উঠলেও হাঁকডাক কম, নিজেকে নিয়ে থাকতেই যেন পছন্দ। শৃঙ্খলার দিক দিয়ে বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে ওপরের দিকেই থাকবেন। আচরণে বিনয়ী, ক্রিকেটার হিসেবে মেধাবী। চিন্তাভাবনায় কেবলই ক্রিকেট। একটা ম্যাচে খারাপ করলে যে বলে আউট হলেন, পরদিন সেটা নিয়েই চলে গবেষণা। ইমরুল যে আজ এই পর্যায়ে, সেটার আরেকটা কারণ রান-ক্ষুধা। প্রতি ম্যাচেই চাই আগের ম্যাচের চেয়ে বেশি রান। সব সময় হয়তো তা হয় না, কিন্তু চেষ্টা হারিয়ে যায় না কখনোই। এত তারকার ভিড়েও ২০১০ সালে ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানটির নাম ইমরুল কায়েস তো সে কারণেই!


ছোটবেলায় নিজের শহর মেহেরপুরে ক্রিকেট খেলার ভালো সুযোগ পাননি। ইমরুলের ক্রিকেটার প্রতিভার বিকাশ ঘটে তাই রাজশাহীতে উচ্চমাধ্যমিক পড়তে গিয়ে। ঘরবাড়ি, বাবা-মা আর একমাত্র বোনকে ছেড়ে দূরদেশে চলতে থাকে একজন সংগ্রামী ক্রিকেটারের বেড়ে ওঠা। কৈশোরের সেই অতৃপ্তি বুকের ভেতর রয়ে গেছে এখনো। সম্ভবত সেটা ভেবেই ইমরুল মেহেরপুরে নিজের একটা ক্রিকেট একাডেমি দাঁড় করানোর চেষ্টা করছেন। সব খরচ একাই চালান। বাড়ি গেলে একাডেমির ক্রিকেটারদের সঙ্গেই চলে তাঁর অনুশীলন।
কিন্তু কী দরকার ছিল ক্রিকেটের জন্য অত অল্প বয়সে বৈরাগ্য নেওয়ার? জীবনকে কষ্টের শিকলে বাঁধার? ব্যবসায়ী বাবার একমাত্র ছেলে—দিব্যি তো খেয়ে-পরে থেকে যেতে পারতেন মেহেরপুরের ছোট্ট শহরেই! তবে কি সেই ছোটবেলাতেই চোখে খেলে গিয়েছিল অনেক বড় কোনো স্বপ্ন, লক্ষ্য স্থির করে ফেলেছিলেন বহু দূরে যাওয়ার...!


প্রশ্নটা ইমরুলকে করে দেখুন। বাজি ধরে বলা যায়, উত্তর পাওয়ার সম্ভাবনা শূন্য শতাংশ। জীবনে কোনো লক্ষ্যের কথাই কাউকে কোনো দিন বলেননি, এখনো বলেন না। লক্ষ্য বলে দিলে নাকি লক্ষ্য পূরণ হয় না ইমরুলের!


ক্রিকেটে কখনো কখনো কুসংস্কারটাই সংস্কার। ইমরুল কায়েসের লক্ষ্যের কথাও না হয় আমরা না-ই জানলাম। এটা তো সত্যি, মেহেরপুরের সাগরই আজ ইমরুল কায়েস। ইমরুল কায়েসও এর পর কিছু একটা হবেন নিশ্চয়। কী হবেন, ইমরুলকে সেটা না জিজ্ঞেস করে আসুন আমরা আকাশের দিকে তাকিয়ে থাকি। চাঁদ উঠলে তো সবাই দেখবই।

__________________
আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে ...

Last edited by kalpurush; April 16, 2011 at 02:46 AM.. Reason: Pasted the news per request
Reply With Quote