View Single Post
  #184  
Old November 18, 2011, 04:43 AM
Naimul_Hd's Avatar
Naimul_Hd Naimul_Hd is offline
Cricket Guru
 
Join Date: October 18, 2008
Location: Global City of Australia
Favorite Player: Shakib, Mashrafe
Posts: 13,524

আয়ারল্যান্ডকে হারিয়ে সেরা ছয়ে বাংলাদেশ
Fri, Nov 18th, 2011 10:05 am BdST

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় আয়ারল্যান্ডকে ৯৫ রানে হারিয়ে সেরা ছয়ে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

অধিনায়ক সালমা খাতুনের অর্ধ শতকের সুবাদে মহিলা বিশ্বকাপ বাছাই পর্বে আয়ালল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে ২০৯ রান করে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে খাদিজা তুল কোবরার মারাত্মক বোলিংয়ে ৩৬ ওভার ৫ বলে ১১৪ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।

খাদিজা ৬ উইকেট নেন ৩২ রানে। তিনি একাই ধসিয়ে দেন আয়ারল্যান্ডের ব্যাটিং লাইন আপ। এর আগে আয়ারল্যান্ড ইনিংসের প্রথম বলে ক্লারে শিলিংটনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পান্না ঘোষ।

দ্বিতীয় উইকেটে সিসিলিয়া জয়েস ও জিল হয়লান ৬৮ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দেন। দলীয় ৬৮ রানে হয়লানকে (২০) বোল্ড করে নিজের প্রথম উইকেট নেন খাদিজা। এর পর তিনি একে একে ফিরিয়ে দেন ইসোবেল জয়েস (৩), লরা ডিলানি (১১), মেলিনা স্কট-হেওয়ার্ড (৭), এয়মার রিচার্ডসন (৩) ও সিসিলিয়া জয়েসকে (৪৪)।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে 'বি' গ্র"পের খেলায় শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে ৩৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। দলকে ওই অবস্থা থেকে টেনে তুলেন সালমা ও শুকতারা। তৃতীয় উইকেট তারা যোগ করেন ৮৬ রান।

অর্ধশতক থেকে তিন রান দূরে থেকে শুকতারা (৪৭) অ্যমি কেনেলির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। তিনি তার ৮৭ বলের ইনিংসটি সাজান ৬টি চার দিয়ে।

পাঁচ নম্বরে নেমেই পাল্টা আক্রমণ করেন লতা মণ্ডল। সালমার সঙ্গে চতুর্থ উইকেটে ৪৯ রান যোগ করেন তিনি। এর মধ্যে ৩১ রানই আসে তার ব্যাট থেকে। তার ২৮ বলের ইনিংসে চারটি ৪ রয়েছে।

শেষ ওভারের প্রথম বলে রান আউট হয়ে সাজঘরের পথ ধরেন সালমা (৭৩)। দলের রান তখন ২০০। তার ১২১ বলের ইনিংসে ৪টি চার রয়েছে।

আয়ারল্যান্ডের পক্ষে কেনেলি ২ উইকেট নেন ৪৬ রানে। বাকি পাঁচজন রান আউট হন।
Reply With Quote