View Single Post
  #18  
Old April 26, 2012, 08:23 PM
firstlane firstlane is offline
Banned
 
Join Date: March 8, 2010
Location: Melbourne
Posts: 2,838
Default বিপিএলের বকেয়া নিয়ে ক্ষোভ

কোটি কোটি টাকার বিপিএলে সবচেয়ে বড় আকর্ষণ ছিল টাকা। কিন্তু এখন সেই টাকার জন্যই হাপিত্যেশ করে মরছেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের পক্ষে তাই এবার মুখ খুললেন আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফিকার প্রধান টিম মেও। চুক্তি অনুযায়ী খেলোয়াড়দের অর্থ পরিশোধ না করায় বিপিএল কর্তৃপক্ষকে সমালোচনার তিরে বিদ্ধ করেছেন তিনি।
পাক পেশন ডট নেটকে মে বলেছেন, ‘চুক্তি অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিগুল র টাকা পরিশোধ করার কথা ছিল তিন কিস্তিতে। টুর্নামেন্ট শুরুর আগে একবার, টুর্নামেন্ট চলাকালীন একবার এবং শেষটা টুর্নামেন্ট শেষে। আমাদের এ-ও নিশ্চিত করা হয়েছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খেলোয়াড়দের টাকা-পয়সার নিশ্চয়তা দিয়েছে।’
বিসিবিকে বকেয়া পরিশোধের আহ্বান জানিয়ে মে বলেছেন, বিপিএল নিয়ে শুরু থেকেই সংশয়ে ছিলেন তাঁরা। ‘বিপিএলের চুক্তি এবং চুক্তির শর্তের ব্যাপারে আমরা খেলোয়াড়দের আগেই সাবধান করেছিলাম। আমরা তাদের বলেছিলাম, প্রথম ২৫ শতাংশ অর্থ না পেলে যেন কেউ বাংলাদেশে না যায়।’ বলেছেন ফিকার প্রধান। বিসিবিকে চুক্তির শর্ত মনে করিয়ে দিয়ে তিনি বলেছেন, ‘খেলোয়াড়দের টাকা দিতে বাধ্য বিসিবি ও ফ্র্যাঞ্চাইজিগুল এবং সেই বাধ্যবাধকতারও সময় পেরিয়ে গেছে। এটা ঠিক যে ধীরে ধীরে হলেও অনেক খেলোয়াড় টাকা পাচ্ছে। কিন্তু আমরা কোনো ধরনের অজুহাত শুনতে চাই না, কারণ শর্ত মেনে টাকা দিতে তারা বাধ্য এবং তাদের উচিত সেই শর্তের প্রতি সম্মান দেখানো।’
বিপিএলের টাকা নিয়ে হতাশা দেশি-বিদেশি সব ক্রিকেটারেরই। চুক্তি অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে ২৫ শতাংশ, টুর্নামেন্ট চলাকালীন ৫০ শতাংশ এবং বাকি ২৫ শতাংশ অর্থ দেওয়ার কথা ছিল টুর্নামেন্ট শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যে। অথচ সেই শর্ত মেনে কোনো ফ্র্যাঞ্চাইজিই এখন পর্যন্ত সব টাকা বুঝিয়ে দেয়নি ক্রিকেটারদের। ওয়েবসাইট।

http://www.prothom-alo.com/detail/da...27/news/253376

Why at pak passion?
Reply With Quote