View Single Post
  #1780  
Old October 29, 2008, 09:32 AM
Razi's Avatar
Razi Razi is offline
Cricket Legend
ICC WT20 2016 Fantasy Winner
 
Join Date: March 8, 2008
Location: BanglaCricket.com
Favorite Player: Mashrafe Mortaza
Posts: 5,236

বাংলাদেশ দল জানতই না ফলোঅন এড়াতে কতো দরকার!

ঢাকা, ২৯ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সত্যবাদী হতে গিয়ে একটু বিপদেই পড়ে গেলেন মোহাম্মদ আশরাফুল। সত্যি বলাতেই তো একটু আগের মিথ্যেটা প্রমাণ হয়ে গেল! ঢাকা টেস্টের চতুর্থদিন যতো দ্রুত সম্ভব ১৬৩ রান করে ফলোঅন এড়ানো এবং জেতার লক্ষ্য নিয়েই ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ, বুধবার টেস্ট শেষে সংবাদ সম্মেলনে এসে এমন কথাই বললেন প্রথমে। কিন্তু যখন প্রশ্ন উঠলো ফলোঅন এড়াতে ১৬৩ রানের প্রয়োজনটা তাদের জানা ছিল কিনা, তখনই মুখ ফুটে সত্যি কথাটা বলে দিলেন বাংলাদেশ অধিনায়ক, "সত্যি কথা বলতে কী, আমরা এটা জানতাম না। পরে জেনেছি। শুরুতে আমরা মনে করেছিলাম ৬৩ রান করলেই ফলোঅন এড়ানো যাবে।"

এটা বলেই একরকম ফেঁসে গেলেন আশরাফুল। এক সাংবাদিক ধরে বসলেন, "আপনিই বলেছেন ১৬৩ রান করতে হবে জানতেন না। তাহলে যতো দ্রুত সম্ভব ১৬৩ রান করার টার্গেট নিয়ে নামলেন কী করে?'' কাচুমাচু আশরাফুলকে মিথ্যেটা স্বীকারই করে নিতে হল, "না, আসলে আমরা ৬৩ রান জেনেই নেমেছিলাম।" অবশ্য দোষটা শুধু আশরাফুলের নয়। পুরো বাংলাদেশ দলই তো এবিষয়ে অবগত ছিল না। আর শুধু আশরাফুলকেই দোষারোপ করার কোনো কারণ দেখেন না কোচ জেমি সিডন্সও। বাংলাদেশ দলের অস্ট্রেলিয়ান কোচের অকপট স্বীকারোক্তি, "আমি নিজেও তো জানতাম না।"

বাংলাদেশ দল কখন সেটা প্রথম জানলো, তারও বিস্তারিত জানিয়েছেন আশরাফুলদের গুরু, "চতুর্থদিনের খেলা শেষে ম্যাচ রেফারি ও আম্পায়ারদের সঙ্গে দেখা হতেই আমরা জানতে চাই আসলে নিয়মটা কী। তখন তারা আমাদের জানান যে দু'দিনের ম্যাচের জন্য নিয়মটা ভিন্ন। শুধু ৬৩ নয়, ১৬৩ করতে হবে আমাদের।" কোচ-অধিনায়ক যখন সমস্বরে জানাচ্ছেন তারা নিয়মটা জানতেন না, তখন ম্যানেজার শফিকুল হক হীরার এমন দাবি বিস্ময়করই,"আমি তো জানতাম।"

তাহলে দলের অন্যদের জানাননি কেন? এবার ম্যানেজারের ব্যাখ্যা, "আমি তো ভেবেছিলাম ওরা সবাই বোধহয় জানে। পরে দেখলাম, না। আমি টিম অপারেশন্স ম্যানেজার। টেকনিক্যাল বিষয়াদি নিয়ে আমার কথা বলাও ঠিক নয়। এজন্যই বলতে যাইনি।" প্রথম দিনেই যদি এই টেস্টের টস হয়ে যেত, সেক্ষেত্রে ফলোঅনের সাধারণ আইনটাই বহাল থাকত। অর্থাৎ নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের সঙ্গে দুইশো কিংবা তার বেশি রানের ব্যবধান থাকলেই ফলোঅন হয়েছে বলে ধরা হত। বাংলাদেশেরও তখন মাত্র ৬৩ রান করলেই চলতো।

কিন্তু টস চতুর্থদিনে হওয়ায় এটি হয়ে গেছে দু'দিনের ম্যাচ। এজন্যই ফলোঅনের ব্যবধান নেমে এসেছিল মাত্র একশো রানে। আর তাই শেষদিনে ফলোঅন এড়াতে বাংলাদেশকে করতে হয়েছে ১৬৩-র (১৬৯/৯, ইনিংস ঘোষণা- টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইনিংস ঘোষণার মাত্র তৃতীয় ঘটনা) বেশি। শেষদিনে ফলোঅন এড়ানো নিয়ে অবশ্য এতো ভাবতে হতো না, যদি চতুর্থদিনের শেষ বিকেলে বিনা উইকেটে ১৩ থেকে ৩ উইকেটে ১৩ না হয়ে যেত বাংলাদেশ।

ফলোঅনের নিয়ম নিয়ে গোলকধাঁধার মধ্যেও হয়তো পড়তে হতো না!
__________________
''I go out to field as if I'm entering the boxing ring and there's no place for the guy who comes second best there.''
Shakib Al Hasan, World's No.1 All-Rounder
Reply With Quote