View Single Post
  #134  
Old November 17, 2011, 09:22 AM
nakedzero's Avatar
nakedzero nakedzero is offline
Cricket Legend
 
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
Default আশা-নিরাশার দোলাচলে মমতা মাবেন

মহিলা বিশ্বকাপ বাছাই পর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে জয়ের ব্যাপারে আশাবাদী মমতা মাবেন। যদিও ম্যাচটা ভীষণ প্রতিদ্বন্দ্বিতা ূর্ণ হবে বলেই বাংলাদেশের কোচের ধারণা।

তিনি বলেন, "আমরা জানি সেরা ছয়ে থাকতে হলে আমাদের আয়ারল্যান্ডকে হারাতেই হবে। আয়ারল্যান্ড শক্তিশালী দল। ওদের হারানোর জন্য আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।"

ম্যাচের ভেন্যু বিকেএসপির উইকেট ব্যাটিং সহায়ক বলেই মনে হচ্ছে মমতার। তিনি বলেন, "আমাদের ১২০-১৩০ রান করার সামর্থ্য আছে। কেউ বড় ইনিংস খেললে ১৫০-১৬০ রানও হতে পারে। এমনকি ১৮০-১৯০ রান করাও অসম্ভব নয়।"

"শুকতারা উদ্বোধনী জুটিতে ফিরেছেন। সালমা খাতুন ও ফারজানা হক পিঙ্কিও ওপরের দিকে ব্যাট করছেন। তিন জনেরই বড় ইনিংস খেলার সামর্থ্য রয়েছে। লড়াই করার মতো সংগ্রহ গড়তে এদের অন্তত একজনকে অর্ধশতক করতে হবে," যোগ করেন বাংলাদেশের কোচ।

দলের ব্যাটিং সম্পর্কে মমতা বলেন, "আমাদের ব্যাটিংয়ে একটু দুর্বলতা আছে। তবে রাতারাতি এ সমস্যার সমাধান করা সম্ভব নয়। নেটে তো সবাই ভালোই ব্যাট করছেন। কিন্তু আসল সময়ে কেন ভালো খেলতে পারছেন না বুঝতে পারছি না।"

তিনি বলেন, "আপাতত আমাদের লক্ষ্য পুরো ৫০ ওভার খেলা। ৫০ ওভার ব্যাট করতে পারলে লড়াই করার মতো পুঁজি গড়তে সমস্যা হওয়ার কথা নয়।"

"ওয়েস্ট ইন্ডিজ এই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকেও তারা হারিয়েছে। তাদের বিপক্ষে আমরা ভালো খেলার চেষ্টা করবো। তবে সেরা ছয়ে উঠতে হলে আয়াল্যান্ডকে আমাদের হারাতেই হবে," যোগ করেন মাবেন।



SOURCE
Reply With Quote