View Single Post
  #8  
Old February 11, 2012, 04:17 PM
nakedzero's Avatar
nakedzero nakedzero is offline
Cricket Legend
 
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
Default রাতের আঁধারে কালো হলো ছোট্ট ‘মেঘ’

GOD! I wish I could share her pain. Mon ta kharap hoye gelo. Onek kharap, matha theke shorate parchina.


স্কুলের পিকনিকে আগের দিনটিও উজ্জ্বল ছিল সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন নাহার রুনির একমাত্র সন্তান মাহিন সরওয়ার মেঘের। কিন্তু আততায়ীর ছুরিতে মা-বাবা খুন হওয়ার পর তার জীবনে নেমে এসেছে অনিশ্চয়তার আঁধার।

শনিবার সকালে ঘুম থেকে উঠেই মা-বাবার রক্তাক্ত মৃতদেহ দেখে হঠাৎ করেই যেন অচেনা হয়ে গেছে পাঁচ বছরের মেঘের জীবন। এখন শুধুই ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না। আর নানীর কাছে যাওয়ার বায়না।

শুক্রবার স্কুলের পিকনিকে বন্ধুদের সঙ্গে আনন্দ করে বাসায় ফেরার পর দ্রুতই ঘুম পেয়ে যায় ক্লান্ত মেঘের। সকালে ঘুম থেকে উঠেই মা-বাবার ঘরে গিয়ে তাদের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে। বাবা-মে যে আর নেই, তা বুঝতে সমস্যা হয়নি ওর। নানীকে ফোন করে কি দেখেছে জানায় সে।

শুক্রবার রাতে কোনো এক সময় রাজধানীর পশ্চিম রাজাবাজারের একটি ছয় তলা ভবনের পঞ্চম তলায় ঘটে এই হত্যাকাণ্ড। এলোপাতাড়ি ছুরি মেরে শোবার ঘরে নির্মমভাবে হত্যা করা হয় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনিকে।

তাদের একমাত্র সন্তান মেঘের বরাত দিয়ে শেরেবাংলা নগর থানার ওসি জাকির হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৭টার দিকে ঘুম ভাঙার পর মেঘ তাদের বাসায় দুইজনকে দেখে। তারা চলে যাওয়ার পর সে দরজা বন্ধ করে দেয়। পরে বাবা-মায়ের ঘরে এসে লাশ দেখে সে নানীকে খবর দেয়।

পাঁচ বছরের ফুটেফুটে মেঘের জন্মের পর অনেকটা সময় কেটেছে জার্মানিতে। সেখানে ডয়েচে ভেলে রেডিওতে কাজ করতেন তার বাবা। বছরখানেক আগে দেশে ফিরে মাছরাঙায় যোগ দেন সাগর। রাজাবাজারে বাসার কাছেই উইলিয়াম কেরি স্কুলের প্লে গ্র“পে ভর্তি হয় মেঘ।

স্বজনরা জানান, সকালে একটু ‘শক্ত’ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একদমই চুপচাপ হয়ে গেছে মেঘ। তাকে পান্থপথে রুনির এক খালার বাসায় নিয়ে যাওয়া হয়েছে জানিয়ে মেঘের ছোট মামা নওশের রোমান জানান, শুধুই নানীর কাছে যেতে চাইছে সে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোমান বলেন, “একটু পর পর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে ও। শুধুই বাবা-মার কথা বলছে।”

মেঘের শরীরে সামান্য জ্বর জ্বর ভাবও এসেছে বলেও জানান তিনি।



SOURCE
Reply With Quote