View Single Post
  #103  
Old October 24, 2008, 01:52 PM
Nocturnal's Avatar
Nocturnal Nocturnal is offline
Cricket Guru
T20 WC 2010 Fantasy Winner
 
Join Date: June 18, 2005
Location: Canada
Favorite Player: ABD / Kalam / Musta
Posts: 9,787

বাংলাদেশের সিরিজে ফেরার স্বপ্নে বাধা হতে পারে আবহাওয়াও

ঢাকা, ২৪ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- চট্টগ্রাম টেস্ট ঢাকায় জমজমাট এক লড়াইয়ের সম্ভাবনা জাগিয়েই রেখেছে। কিন্তু সেই সম্ভাবনার পথে আবার আবহাওয়া বাঁধা হয়ে দাঁড়াবে না তো! শনিবার থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট, অথচ শুক্রবার প্রায় সারাদিনই গুঁড়িগুঁড়ি বৃষ্টি। আবহাওয়ার যা পূর্বাভাস তাতে সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে আগামী কয়েকদিনেও পরিস্থিতি একইরকম থাকার ঘোরতর সম্ভাবনা। "টেস্ট ম্যাচটা ঠিকমতো হতে পারবে তো?''- এই টেস্টের আম্পায়ার ড্যারেল হার্পারের এমন প্রশ্নে তাই খেলার চেয়ে আবহাওয়ারই বড় খবর হয়ে ওঠার আশঙ্কা।

দুই শিবিরেও আশঙ্কার মেঘ জমে ওঠা বিচিত্র নয়। এদিন দুপুরে যেমন নিউজিল্যান্ড দল অনুশীলনে এসে আবার হোটেলে ফিরে গেল বৃষ্টির জন্যই, ইনডোরে অনুশীলনের সুব্যবস্থা আছে জেনেও। কিন্তু খেলা যেমন ইনডোরে হওয়ার ব্যবস্থা নেই, তেমনি প্রকৃতির ওপরও কারো হাত নেই। সুতরাং দু'দলকে খেলাতেই মনোনিবেশ করতে হচ্ছে। সেখানেও আবহাওয়া প্রসঙ্গ চলে আসছেই। আগেরদিন ঝকঝকে রোদের মধ্যে ঐচ্ছিক অনুশীলনে গিয়ে দেখেছেন একরকম, আর শুক্রবার মেঘলা আবহাওয়ায় মোহাম্মদ আশরাফুল দেখলেন উইকেটের আরেক চেহারা। আবহাওয়া অপরিবর্তিত থাকলে ''একটু ভেজা ভেজা উইকেট''এ রণকৌশল পাল্টে নামার সম্ভাবনার কথাও জানালেন বাংলাদেশ অধিনায়ক।


Full Read
__________________
Armchair selectors name their XI and conduct heated selection meetings on internet. Blood young players, some experts cry. Pick the best players, regardless of age, insist others.
Reply With Quote