View Single Post
  #261  
Old March 10, 2013, 03:44 AM
WarWolf WarWolf is offline
Cricket Guru
 
Join Date: March 3, 2007
Favorite Player: Love them all....
Posts: 14,685

জিম্বাবুয়ে সফরে সাকলাইন মুস্তাক!


ঢাকা: স্পিন বোলিং উপদেষ্টা কোচ হিসেবে জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন সাকলাইন মুস্তাক। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজেও স্পিনারদের কোচ ছিলেন তিনি। ২০১২ সালের ১২ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করে ফিরে গেছেন ইংল্যান্ডে। খণ্ডকালীন স্পিন উপদেষ্টা কোচ হিসেবে আবারও তাঁকে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এপ্রিলে জিম্বাবুয়ে সফরে জাতীয় দলের সঙ্গে দেখা যেতে পারে তাঁকে।

বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এনায়েত হোসেন শনিবার বাংলানিউজকে নিশ্চিত করেন,‘সাকলাইনের সঙ্গে কথাবার্তা হয়ে আছে। আশা করি জিম্বাবুয়ে সফরে তাঁকে পাওয়া যাবে।’

সাকলাইন বছরে তিন মাসের জন্য স্পিনারদের উপদেষ্টা কোচ হিসেবে কাজ করতে রাজি হয়েছেন। বছরের কোন তিন মাস তিনি কাজ করবেন সেটা নির্ণয় করাই ছিল কঠিন। একই সঙ্গে বেতন নিয়েও একটা টানাটানি চলছিলো। তিন মাসের জন্য ৫০ হাজার ডলার সম্মানী চেয়েছেন সকলাইন। সূত্র জানিয়েছে, শেষপর্যন্ত দ্বিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে একটা সুবিধাজনক অবস্থায় পৌঁছানো গেছে।

দুসরার প্রবর্তক সকলাইন পরিবার নিয়ে ইংল্যান্ডে থাকেন। বৃটিশ পাসপোর্টধারী এই পাকিস্তানি বাংলাদেশে চাকরি নেওয়ার আগে যুক্ত ছিলেন স্থানীয় ক্রিকেটের সঙ্গেই।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৩
এসএ/এফএইচএম

http://www.banglanews24.com/Cricket/...09032013180341
__________________
And Allah Knows the best
Reply With Quote