View Single Post
  #110  
Old September 17, 2013, 03:33 AM
Naimul_Hd's Avatar
Naimul_Hd Naimul_Hd is offline
Cricket Guru
 
Join Date: October 18, 2008
Location: Global City of Australia
Favorite Player: Shakib, Mashrafe
Posts: 13,524

I did not care much about 'Tamim's reaction' when he first heard this news but Mushy's interview gives me a heart attack !!

Quote:
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাট নিয়ে অনেক কথা হচ্ছে। বলা হচ্ছে আগে থেকে কেউ জানত না। আপনি কি জানতেন?
মুশফিক: আমিও কনফিউজড। আগে কখনো শুনিনি যে আয়োজক দেশ হয়ে কেউ বাছাইপর্ব বা এ রকম ফরম্যাটে খেলবে। আগে থেকে আমারও জানা ছিল না। কোচ শেন জার্গেনসেনের কাছ থেকে প্রথম জানতে পারি। অবশ্য শেনও নিশ্চিত করে বলতে পারছিল না যে, এ রকমই হবে। বলছিলেন, এ রকম হতে পারে। এটা আমাদের জন্য দুশ্চিন্তার।

 দুশ্চিন্তার মনে হচ্ছে কেন?
মুশফিক: দুশ্চিন্তার, কারণ এ রকম ফরম্যাটে তো আগে কখনো খেলা হয়নি। বাছাইপর্ব উতরে পরের পর্বে যেতে হবে। দুশ্চিন্তা এটা নিয়েই। এর বাইরে আর কিছু না।

 এর কি কোনো ইতিবাচক দিক আছে? গ্রুপের তিনটা ম্যাচই জিতে মূল পর্বে গেলে তো আত্মবিশ্বাসও বেশি থাকবে...
মুশফিক: সবকিছুরই পজিটিভ-নেগেটিভ আছে। আমরাও এখন সেভাবেই ধরছি। তিনটা ম্যাচ খেললে ম্যাচ প্র্যাকটিসটা খুব ভালো হবে। তবে এটাও ঠিক, আমাদের ওপর অনেক চাপও থাকবে। কারণ বাছাইপর্ব থেকে কোয়ালিফাই করে পরের রাউন্ডে যাওয়া খুব কঠিন হবে। তবে আমাদের সামর্থ্য অনুযায়ী খেললে সম্ভব।

 কোনো ঝুঁকি কি অনুভব করছেন? যেহেতু টি-টোয়েন্টিতে অনিশ্চয়তা অনেক বেশি...
মুশফিক: অবশ্যই। টি-টোয়েন্টি ফরম্যাটে তো ছোট-বড় দল বলে কিছু থাকে না। আমাদের জন্য কঠিনই হবে। তবে আমার মনে হয়, টি-টোয়েন্টিতে আমরাও ধীরে ধীরে উন্নতি করছি।
Read full

Expected a confident and bold statement from Captain. If a captain says,'if we can play our potential then we can beat associate teams' then how do you expect to win a match against top 8 teams ?
Reply With Quote